07/05/2025 : 2:12 AM
অন্যান্য

লকডাউনে মেমারি সম্মিলনীর মধ্যাহ্নভোজন

স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার আক্রমণে দেশজুড়ে লকডাউন৷ কাজ হারিয়ে বহু মানুষ খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন৷ সেই সব মানুষদের পাশে প্রতিদিনই দাঁড়াতে দেখা যাচ্ছে কাউকে না কাউকে৷ গত ১৬ দিন ধরে অভুক্ত, রোজ খেটে খাওয়া মানুষের পাশে নিরন্তর ভাবে পরিশ্রম করে চলেছে সুলতানপুরের মেমারি সম্মিলনীর সমস্ত সদস্যরা। কোন দিন আতপ চালের খিচুরির সাথে  পঞ্চরত্ন তরকারি তো কোন দিন সাদা ভাতের সাথে  ডিম আলুর তরকারি প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ মানুষকে অন্নদান করে চলেছেন ক্লাবের সদস্যরা। এই বিশাল কর্মযজ্ঞে স্বর্তস্ফুত ভাবে এগিয়ে এসেছেন এলাকার মহঃ আবু হাসান, সেখ শোভান, সেখ মইনুদ্দিন, সেখ কামাল ও ক্লাবের সমস্ত সদস্যরা।

সংস্থার প্ক্ষ থেকে মহঃ আবু হাসান (রথী)  জানান  যে, করোনা প্রকোপ থেকে বাঁচার জন্য লকডাউন শুরু হয়েছে। কিন্তু দেশের নিম্নবিত্ত শ্রমজীবি মানুষেরা কাজ বন্ধ থাকায় যাতে অনাহারে না থাকে সেই কারণেই এই উদ্দ্যেগ। সম্পূর্ণ লকডাউন বিধিনিয়ম মেনে এই অন্নদান করা হচ্ছে মানুষের মধ্যে।

Related posts

আগামী সোমাবার থেকে গ্রীনজোনের লকডাউন শর্তাধীন শিথিলঃ ২০ জন যাত্রী নিয়ে চলবে বাস

E Zero Point

মেমারি ক্রিস্টাল মডেল স্কুল এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

E Zero Point

ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ গিয়ে পরেছিল ঠিকাদারের উপর, গালিগালাজ করায় গলা কেটে খুন করা হয় প্রৌঢ়াকে, পোলবা খুনে চাঞ্চল্যকর তথ্য

E Zero Point

1 টি মন্তব্য

Arup Mondal April 21, 2020 at 11:33 pm

Very nice portal to know the news of our ps

উত্তর

মতামত দিন