09/12/2023 : 2:11 PM
অন্যান্য

হটস্পট নয় সেই জায়গায় দোকান খোলার অনুমতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্টীকরণ

বিশেষ সংবাদঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল দোকান খোলার অনুমতির ব্যাপারে লকডাউন ব্যবস্থাপনার সংশোধিত নির্দেশিকায় সংশোধন সংক্রান্ত একটি আদেশ  জারি করেছে।
এই নির্দেশিকায় জানানো হয়েছে  যে:
● গ্রামীণ এলাকায় শপিং মলে অবস্থিত দোকান ছাড়া অন্য সব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
● শহরাঞ্চলে, এককভাবে থাকা দোকান, প্রতিবেশী এলাকার দোকান এবং আবাসিক কমপ্লেক্সগুলিতে অবস্থিত দোকান খোলার অনুমতি দেওয়া হবে। তবে বাজার / মার্কেট কমপ্লেক্স এবং শপিংমলগুলিতে অবস্থিত দোকান খোলার অনুমতি দেওয়া হয় নি।
এটি স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ই-কমার্স সংস্থাগুলিকে কেবলমাত্র প্রয়োজনীয় পণ্য বিক্রয় করার অনুমতি দেওয়া হয়েছে ।
আরও জানানো  হয়েছে যে, মদ বিক্রির পাশাপাশি কোভিড-১৯ এর পরিচালনা সংক্রান্ত জাতীয় নির্দেশিকায় নির্দিষ্ট অন্য কিছু  সামগ্রীর বিক্রিও  নিষিদ্ধ রয়েছে।
সংশোধিত নির্দেশিকায় সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ বা শহর এলাকার কনটেইনমেন্ট জোন  হিসেবে ঘোষিত কোনো এলাকাতেই দোকান খোলার অনুমতি দেওয়া  হয়  নি।

Related posts

করোনা মোকাবিলায় রাজ্যের বামপন্থী বিধায়কদের ১০ লক্ষ  টাকা অনুদান : ড. সুজন চক্রবর্ত্তী

E Zero Point

শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের করোনা আক্রান্ত ২০টি জেলায় কেন্দ্রীয় দল আসছে

E Zero Point

খাঁড়ো যুবক সংঘের রাজ্য ত্রাণ তহবিলে ও দরিদ্রদের অন্নসামগ্রী দান

E Zero Point

মতামত দিন