অন্যান্যলকডাউন ভঙ্গ করায় মেমারিতে আজও শাস্তি দিল পুলিশ দ্বারা E Zero PointApril 25, 2020April 27, 20200 ভাগ0 নূর আহমেদ, মেমারিঃ আজও মেমারি বামুনপাড়া মোড়ে মেমারি থানা থেকে বিনা প্রয়োজনে লকডাউন বিধি ভেঙ্গে রাস্তার যারা বেড়িয়েছেন তাদের অস্থায়ী সীমানায় কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখার পর, বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন গাড়ী ও টোটো চেকিং করা হয়।