30/10/2024 : 5:20 AM
অন্যান্য

সত্যজিৎ রায় জন্ম শতবার্ষিকীতে ফিল্মস ডিভিশনের অনলাইনে চলচ্চিত্র উৎসব

বিশেষ প্রতিবেদনঃ বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে (১৯২১-১৯৯২) অন লাইনে পাঁচ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ফিল্মস ডিভিশন। ২-৬ মে এই উৎসব দেখা যাবে www.filmsdivision.org এই ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটটিতে গিয়ে “Documentary of the Week Section” এ ক্লিক করতে হবে। এছাড়া ইউ টিউব লিঙ্কেও দেখা যাবে।

উৎসবে সত্যজিৎ রায় নির্মিত কিছু দুর্লভ তথ্যচিত্র এবং টেলিভিশনের জন্য তৈরি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে প্রখ্যাত শিল্পী বিনোদ বিহারী মুখার্জী কে নিয়ে তৈরি ইনার আই, মুন্সি প্রেমচাঁদের কাহিনী অবলম্বনে টেলিভিশনের জন্য তৈরি পূর্ণ দৈর্ঘের ছবি সদগতি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর তথ্য চিত্র। এছাড়াও থাকবে শ্যাম বেনেগলের ছবি সত্যজিৎ রে এবং গৌতম ঘোষের রে

Related posts

করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করল ভারতীয় রেল

E Zero Point

যেমন দেখি তাঁকে : পরাগজ্যোতি ঘোষ ~ (তৃতীয় কিস্তি)

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা | কেতকী মির্জা | মঞ্জুশ্রী মন্ডল | পুনম বোস | রণজিৎ মল্লিক (কবিরুল) | অজয় কুমার দে

E Zero Point

মতামত দিন