স্টাফ রিপোর্টার, পাল্লারোডঃ পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে মাস্ক আর স্যানেটাইজার তুলে দেওয়া হল পাল্লারোড প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্রের ডাক্তার বাবুর হাতে , স্যানেটাইজারের অভাবে ওনাদের কাজ চালানোর অসুবিধার কথা জানতে পারার সাথে সাথেই উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হল। পরুগী ও এই হাসপাতালের সকল স্টাফদের নিরাপত্তার স্বার্থে, ভবিষ্যতেও প্রয়োজন পড়লে পুনরায় মাস্ক ও স্যানেটাইজার ওনাদের বিনামূল্যে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হবে পল্লিমঙ্গল সমিতি।
পূর্ববর্তী পোস্ট