নূর আহমেদ, মেমারিঃ আজ সারা ভারত কিষান সংগ্রাম সমন্বয়় কমিটি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগেে মেমারি ১ বিডিও অফিসে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হল। লকডাউনেের ফলে কৃষকদের যে সমস্যা সৃষ্টি হয়েছে রাজ্য ও প্রশাসনের নজরে আনার জন্য এই ডেপুটেশন দেওয়া হয়।
সাত দফা দাবির মধ্যে অন্যতম ছিল, লকডাউন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ভর্তুকি দিয়ে সার বীজ বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ করতে হবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে বলে দাবি জানান কৃষক সংগঠনের নেতারা ।
মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডলের হাতে ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জয়দেব ঘোষ, আলপনা গুঁই, অদ্বৈত ঘোষ, সাধন কর্মকার, প্রশান্ত কুমার, সঞ্জয় দেব সহ প্রমুখ সংগঠনের নেতৃত্ববৃন্দ।