21/09/2023 : 2:03 AM
অন্যান্য

উত্তরাখন্ড থেকে ফেরার পথে পালসিটে বাস দুর্ঘটনা

নূর আহমেদ, পালসিটঃ আজ সকালে পালসিটে হাইরোডে বাস অ্যাক্সিডেন্ট হয় । উত্তরাখন্ড থেকে হাওড়া যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইরোডের ডিভাইডারে ধাক্কা মারে এবং রাস্তার উল্টোদিকে বাসটি উল্টে যায়। বাসে ১৬ জন যাত্রী সহ, ২ জন ড্রাইভার ছিলেন। দূর্ঘটনায় যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন। প্রাথঘটনার মুহুর্তে স্থানীয়রা উদ্ধার কার্যের জন্য এগিয়ে আসেন ও পরে প্রাথমিক চিকিৎসার জন্য পুলিশ তাদের অনাময় হাসপাতালে পাঠিয়েছে।

সূত্রানুসারে জানা যায়, কলকাতা থেকে উত্তরাখন্ড তারা লকডাউনের আগে বেড়াতে গিয়েছিলেন। লকডাউনের ফলে তারা আটকে ছিলেন। বিশেষ পারমিশন নিয়ে প্রাইভেট বাসে করে কলকাতায় ফিরছিলেন।

Related posts

লকডাউনের মাঝেই মঙ্গলকোটের বালিডাঙ্গা গ্রামে পুড়ে ছাই জনমজুরের ভিটে

E Zero Point

মেমারি ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে অভিযান

E Zero Point

কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসায় অভিভাবকদেরকে ত্রাণ সহযোগিতা

E Zero Point

মতামত দিন