বিশেষ সংবাদঃ লকডাউন 4.0, রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে মিটিং-এর পর আজ রাত ৮ টায় দেশবাসীর জন্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কি থাকবে ভাষণে দেশবাসীর অপেক্ষা করে আছে। এর পর কি ভাবে চলবে লকডাউন? কোথায় ছাড়, কোথায় কড়াকড়ি? কেন্দ্র কোন পথে সিদ্ধান্ত নেবে, রাজ্যসরকারগুলির কি ভূমিকা থাকবে, সে বিষয়ে কথা বলতে পারেন।