শেষ হয়েও হইল না শেষ। রবি ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনের অনুভূতির একটি অংশ।
জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা আয়োজিত অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : ষষ্ঠ পর্ব নিয়ে আজকের অনুষ্ঠান শুরু হল।
মেমারি শহরের ক্ষুদে বিজ্ঞানী বঙ্গকন্যা দিগন্তিকা বোসের আবৃত্তি দিয়ে শুরু হল আজকের আজকের লকডাউনে কবিপ্রণাম
আগেই বলেছি গুজরাতের সুরত শহরে বাঙালির সাহিত্য সংস্কৃতির চর্চা হয়ে থাকে স্থানীয় সংস্কৃতি প্রেমী মানুষের অনুপ্রেরণায়। সুরতের শিক্ষিকা মন্দিরা মন্ডলের সঙ্গীত পরিবেশন
এর পর নৃত্য পরিবেশন করছে গুজরাতের বড়োদায় এম এস বিশ্ববিদ্যালেয় নৃত্য নিয়ে শিক্ষারত আত্তী স্বামী
গুজরাতের সুরতে ধ্রুপদী – বর্হিবঙ্গে বাঙালি মহিলাদের নিয়ে একটি সাংস্কৃতিক সংস্থা, সেই ধ্রুপদীর মুখ্য কর্ণধার পূর্বাশা মুখার্জীর সঙ্গীত শুনবো আমরা-
মুম্বাই বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নির্মাণ বিষয়ে শিক্ষারত দীপশিখা মন্ডলের কন্ঠে রবীন্দ্রনাথের ইংরাজী কবিতার ভিডিওগ্রাফি দেখে নিন
হুগলির চিনসুরা নিবাসী ছোট্ট শিশু শিল্পী অনুষ্কা বারিকের প্রশ্ন সামনে রেখে ষষ্ঠ পর্ব শেষ করলাম-
সন্ধ্যায় আমরা ফিরবো আরও কিছু কবি প্রণাম নিয়ে।
শেষ হল জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা থেকে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে লকডাউনে কবিপ্রণাম : পঞ্চম পর্ব। যারা গত কালের পর্ব গুলি সময়াভাবে দেখতে পান নি তাদের জন্য দুটি পর্বের লিঙ্ক দিলাম
http://অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : প্রথম পর্ব (সকাল-৯টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : দ্বিতীয় পর্ব (সকাল-১১টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্ব (দুপুর-২ টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : চতুর্থ পর্ব (বৈকাল ৫টা )
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম: পঞ্চম পর্ব (রাত ১০টা )
সকলের ভিডিও দেখুন, শুনুন ও অবশ্যই শেয়ার ও কমেন্ট করুন।
ভালো থাকুন।
www.ezeropoint.net -এ
সংবাদ ও সাহিত্য-সংস্কৃতি বিষয় আপডেট পেতে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/zeropointpublication
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA/
ভালো থাকুন, সচেতন থাকুন
-সম্পাদক, জিরো পয়েন্ট
9375434824