27/04/2024 : 7:58 AM
অন্যান্য

১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকারঃ দেখে নিন তালিকা

বিশেষ সংবাদঃ ভিনরাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ট্রেন দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে চাপানউতোর চলছিল বেশ কয়েকদিন ধরে। এবার সেই নিয়েই বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল।  কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়ছে, তার তালিকাও প্রকাশ করে দেওয়া হল রাজ্য সরকারের ওয়েবসাইটে।

মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানালেন, ‘‌আমাদের ‌দেওয়া কথা মতো, দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে আমরা বদ্ধপরিকর। তাই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাজ্যের বাসিন্দাদের ফেরাতে আমরা মোট ১০৫ টি ট্রেন আয়োজন করতে পেরেছি। আগামী বেশ কয়েকদিন ধরে এই ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের নিজের শহরে ফিরিয়ে আনবে।’‌

কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়বে

কোন রাজ্য থেকে চলবে যে স্টেশন থেকে ছাড়বে ছাড়ার সম্ভাব্য দিন কোন স্টেশনে পৌঁছবে পৌঁছনোর সম্ভাব্য দিন
মহারাষ্ট্র মুম্বই ১৬ মে হাওড়া ১৭ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ১৬ মে মালদহ টাউন ১৭ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ১৬ মে নিউ কোচবিহার ১৭ মে
দিল্লি নয়াদিল্লি ১৭ মে খড়্গপুর ১৮ মে
উত্তরাখণ্ড হরিদ্বার ১৭ মে হাওড়া ১৮ মে
মহারাষ্ট্র মুম্বই ১৭ মে নিউ কোচবিহার ১৮ মে
তামিলনাড়ু চেন্নাই ১৭ মে মালদহ টাউন ১৮ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ১৭ মে নিউ কোচবিহার ১৮ মে
গুজরাত আমদাবাদ ১৮ মে হাওড়া ১৯ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ১৮ মে হাওড়া ১৯ মে
রাজস্থান পালি ১৮ মে হাওড়া ১৯ মে
কেরল কোট্টায়ম ১৮ মে নিউ কোচবিহার ১৯ মে
মহারাষ্ট্র নাগপুর ১৮ মে মালদহ টাউন ১৯ মে
গুজরাত আমদাবাদ ১৯ মে মালদহ টাউন ২০ মে
উত্তরপ্রদেশ মথুরা ১৯ মে হাওড়া ২০ মে
মহারাষ্ট্র নাগপুর ১৯ মে হাওড়া ২০ মে
তামিলনাড়ু চেন্নাই ১৯ মে হাওড়া ২০ মে
কেরল মলপুর্রম ১৯ মে কৃষ্ণনগর ২০ মে
দিল্লি নয়াদিল্লি ২০ মে বর্ধমান ২১ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ২০ মে নিউ কোচবিহার ২১ মে
রাজস্থান জয়পুর ২০ মে দুর্গাপুর  ২১ মে
হিমাচল প্রদেশ উনা ২০ মে হাওড়া ২১ মে
মহারাষ্ট্র ঠাণে ২০ মে নিউ কোচবিহার ২১ মে
কেরল কোঝিকোড় ২০ মে হাওড়া ২১ মে
গুজরাত আমদাবাদ ২১ মে নিউ কোচবিহার ২২ মে
মহারাষ্ট্র মুম্বই ২১ মে মালদহ টাউন ২২ মে
তামিলনাড়ু চেন্নাই ২১ মে মালদহ টাউন ২২ মে
কেরল মলপুর্রম ২১ মে নিউ কোচবিহার ২২ মে
দিল্লি নয়াদিল্লি ২২ মে নিউ কোচবিহার ২৩ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ২২ মে মালদহ টাউন ২৩ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ২২ মে মালদহ টাউন ২৩ মে
কেরল কোল্লাম ২২ মে নিউ কোচবিহার ২৩ মে
কেরল আলাপুঝা ২৩ মে নিউ কোচবিহার ২৪ মে
গুজরাত সুরত ২৩ মে হাওড়া ২৪ মে
মহারাষ্ট্র পুণে ২৩ মে নিউ কোচবিহার ২৪মে
তামিলনাড়ু চেন্নাই ২৩ মে হাওড়া ২৪ মে
কেরল এর্নাকুলাম ২৪ মে কৃষ্ণনগর ২৫ মে
দিল্লি নয়াদিল্লি ২৪ মে খড়্গপুর ২৫ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ২৪ মে হাওড়া ২৫ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ২৪ মে হাওড়া ২৫ মে
গুজরাত সুরত ২৫ মে মালদহ টাউন ২৬ মে
মহারাষ্ট্র পুণে ২৫ মে হাওড়া ২৬ মে
তামিলনাড়ু চেন্নাই ২৫ মে নিউ কোচবিহার ২৬ মে
কেরল ত্রিশূর ২৫ মে নিউ কোচবিহার ২৬ মে
দিল্লি নয়াদিল্লি ২৬ মে নিউ কোচবিহার ২৭ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ২৬ মে  হাওড়া ২৭ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ২৬ মে খড়্গপুর ২৭ মে
কেরল কোট্টয়ম ২৬ মে মালদহ টাউন ২৭ মে
মহারাষ্ট্র রায়গড় ২৭ মে নিউ কোচবিহার ২৮ মে
তামিলনাড়ু চেন্নাই ২৭ মে মালদহ টাউন ২৮ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ২৭ মে নিউ কোচবিহার ২৮ মে
কেরল মলপুর্রম ২৭ মে হাওড়া ২৮ মে
হরিয়ানা গুরুগ্রাম ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
রাজস্থান জয়পুর ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
কেরল তিরুঅনন্তপুরম ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
কেরল এর্নাকুলম ২৯ মে নিউ কোচবিহার ৩০ মে
মহারাষ্ট্র অমরাবতী ২৯ মে হাওড়া ৩০ মে
তামিলনাড়ু কোয়েম্বত্তূর ২৯ মে হাওড়া ৩০ মে
উত্তরপ্রদেশ মোরাদাবাদ ২৯ মে বর্ধমান ৩০ মে
কেরল কোঝিকোড় ৩০ মে নিউ কোচবিহার ৩১ মে
হরিয়ানা গুরুগ্রাম ৩০ মে বর্ধমান ৩১ মে
রাজস্থান জয়পুর ৩০ মে বর্ধমান ৩১ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ৩০ মে মালদহ টাউন ৩১ মে
কেরল কান্নুর ৩১ মে কৃষ্ণনগর ১ জুন
মহারাষ্ট্র ঠাণে ৩১ মে নিউ কোচবিহার ১ জুন
তামিলনাড়ু চেন্নাই ৩১ মে মালদহ টাউন ১ জুন
উত্তরপ্রদেশ লখনউ ৩১ মে নিউ কোচবিহার ১ জুন
কেরল কোল্লাম ১ জুন নিউ কোচবিহার ২ জুন
অন্ধ্রপ্রদেশ গুন্টুর ১ জুন হাওড়া ২ জুন
হরিয়ানা গুরুগ্রাম ১ জুন খড়্গপুর ২ জুন
রাজস্থান জয়পুর ১ জুন খড়্গপুর ২ জুন
কেরল কোঝিকোড় ২ জুন মালদহ টাউন ৩ জুন
মধ্যপ্রদেশ ইনদওর ২ জুন বর্ধমান ৩ জুন
মহারাষ্ট্র মুম্বই ২ জুন হাওড়া ৩ জুন
তামিলনাড়ু তিরুপ্পুয়র ২ জুন হাওড়া ৩ জুন
কেরল কান্নুর ৩ জুন নিউ কোচবিহার ৪ জুন
অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম ৩ জুন মালদহ টাউন ৪ জুন
হরিয়ানা গুরুগ্রাম ৩ জুন নিউ কোচবিহার ৪ জুন
রাজস্থান জয়পুর ৩ জুন নিউ কোচবিহার ৪ জুন
মহারাষ্ট্র ঠাণে ৪ জুন নিউ কোচবিহার ৫ জুন
পঞ্জাব লুধিয়ানা ৪ জুন নিউ কোচবিহার ৫ জুন
তামিলনাড়ু কাঞ্চিপুরম ৪ জুন মালদহ টাউন ৫ জুন
কেরল তিরুঅনন্তপুরম ৪ জুন মালদহ টাউন ৫ জুন
অন্ধ্রপ্রদেশ চিত্তর ৫ জুন হাওড়া ৬ জুন
হরিয়ানা পানিপথ ৫ জুন নিউ কোচবিহার ৬ জুন
জম্মু ও কাশ্মীর জম্মু ৫ জুন নিউ কোচবিহার ৬ জুন
কেরল পাথানামথিট্টা ৫ জুন নিউ কোচবিহার ৬ জুন
মহারাষ্ট্র মুম্বই ৬ জুন হাওড়া ৭ জুন
পঞ্জাব জালন্ধর ৬ জুন নিউ কোচবিহার ৭ জুন
কেরল এর্নাকুলম ৬ জুন মালদহ টাউন ৭ জুন
কেরল এর্নাকুলম ৭ জুন নিউ কোচবিহার ৮ জুন
মহারাষ্ট্র পুণে ৮ জুন মালদহ টাউন ৯ জুন
কেরল কোট্টয়ম ৮ জুন মালদহ টাউন ৯ জুন
কেরল মলপুর্রম ৯ জুন নিউ কোচবিহার ১০ জুন
মহারাষ্ট্র মুম্বই ১০ জুন নিউ কোচবিহার ১১ জুন
কেরল মলপুর্রম ১০ জুন মালদহ টাউন ১১ জুন
কেরল পালাক্কড় ১১ জুন নিউ কোচবিহার ১২ জুন
মহারাষ্ট্র মুম্বই ১২ জুন হাওড়া ১৩ জুন
কেরল কোঝিকোড় ১২ জুন মালদহ টাউন ১৩ জুন
কেরল কোঝিকোড় ১৩ জুন নিউ কোচবিহার ১৪ জুন
মহারাষ্ট্র মুম্বই ১৪ জুন মালদহ টাউন ১৫ জুন
কেরল এর্নাকুলম ১৪ জুন মালদহ টাউন ১৫ জুন

 

Related posts

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

বিধায়কের উপস্থিতিতে আউশগ্রামে খাদ্য সামগ্রীর দান

E Zero Point

করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক খবর | সংবাদমাধ্যমকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

E Zero Point

মতামত দিন