সমগ্র বিশ্বের মানুষের কাছে এখন একটাই আতঙ্ক “করোনা”। তথাকথিত শক্তিশালী উন্নত দেশ হোক কিংবা দুর্বল অনুন্নত দেশের রাজা থেকে প্রজা সকলেই এখন এক নৌকার যাত্রী। কথায় আছে কোনকিছুই বেশি ভালো নয়। তা বিজ্ঞান হোক কিংবা ধর্মীয় আবেগ। যার ফল যুগে যুগে মানুষ পেয়েছে। এখন সময় বৈজ্ঞানিক সচেতনতা ও ধর্মীয় আস্থার সাথে একসাথে লড়াই করার, তাই “করোনা”য় কোরোনা ভয়।
প্রসিদ্ধ গীতিকার ও কবি কল্যানী চক্রবর্তীর কলমে ও আমার কন্ঠে এই কবিতাটি সকলকে শোনার ও শোনানোর অনুরোধ জানালাম। সকলে ভালো থাকুন, স্রষ্টার প্রতি শ্রদ্ধা রেখে বৈজ্ঞানিকভাবে সচেতন থাকুন।