স্টাফ রিপোর্টার, মেমারিঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেমন ১ লাখ পেড়িয়ে গেল ঠিক তেমনই আজ দুই পরীযায়ী শ্রমিকের করোনা পজিটিভ রিপোর্ট এলো পূর্ব বর্ধমানে। চতুর্থ দফার লকডাউন শিথিলতার সাথে শুরু হয়ে গেছে। এমতাবস্থায় লকডাউনের ফলে মানুষের রুজিরোজগারে প্রভাব পড়েছে। রাজ্য সরকার সাধ্যমত মানুষের পাশে থেকে করোনা মোকাবিলা করছেন।
মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম তার বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন অঞ্চলের ত্রাণ সামগ্রী ও রমজান উপলক্ষে বস্ত্রদান করলেন। গত কাল ৬টি অঞ্চল পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন আজ দ্বিতীয় দফায় মেমারি পৌরসভা সহ দলুই বাজার-১, নিমো ১ ও ২, গন্তার এবং মেমারি-২ ব্লকের কুচুট ও সাতগেছিয়া অঞ্চলে ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
সাংবাদিকদের সাথে আজ আবার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি বলেন, বার বার বিরোধীরা করোনা নিয়ে রাজনীতি করছেন, এখন রাজনীতির সময় নয়। করোনার করাল গ্রাস থেকে রাজ্য তথা দেশকে মুক্ত করতে হবে। তাই বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজনীতি না করে, আসুন মানুষের স্বার্থে একসাথে কাজ করি।