24/03/2023 : 12:10 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসিতে পথদূর্ঘটনায় সিভিক পুলিশের মৃত্যু

সেখ নিজাম আলমঃ গলসিতে পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম তন্ময় বারি। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি গলসি থানার মসজিদপুর অঞ্চলের নবগ্রামের বাসিন্দা। জানা যায়,মোটরসাইকেলে গলসির দিকে তিনি যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাকটর আসছিল ঐ পথেই পুরসার দিকে। দুজনেই অন্যমনস্ক থাকায় পুরসা হাসপাতাল সন্নিকট জাতীয় সড়কে মুখোমুখি দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তন্ময়ের। মোটরসাইকেলটি গলসি থানার পুলিশ থানায় নিয়ে যান। জানা যায়, তন্ময় বারি সিভিক পুলিশের কাজ করতেন।

 

Related posts

বিজেপির সেবা সপ্তাহ উদযাপন পূর্বস্থলীতে

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন

E Zero Point

পুরসা হাসপাতালে করোনার লালা পরীক্ষা

E Zero Point

মতামত দিন