04/06/2023 : 11:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিভিন্ন দাবিতে মেমারিতে সিটুর প্রতিবাদ সভা

নূর আহামেদ, মেমারিঃ বর্তমান করোনা পরিস্থিতি ও আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর দাবি নিয়ে আজ বিকালে মেমারি চকদিঘী মোড়ে বামপন্থী সংগঠন সিটুর পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বিধি মেনে বামপন্থী কর্মীরা মুখে মাস্ক লাগিয়ে ও বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত পোষ্টার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রশান্ত কুমার,  পীযুষ বিশ্বাস  পিন্টু ভট্টাচার্য, মনীষা চক্রবর্তী ও বিশিষ্ট সিপিআইএম নেতা এবং কর্মীরা।

বামপন্থী নেতা প্রশান্ত কুমার জানান যে, মেমারি পঞ্চায়েত এলাকার আমফানের ফলে বিভিন্ন কৃষি জমিতে বরো চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, সরকার ও প্রশাসনকে দেখতে হবে। এছাড়াও তিনি বলেন মেমারি শহরে ভিন রাজ‍্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের ঠিকমত পরীক্ষা করা হচ্ছে না, তারা অবাধে মেমারি শহরে ঘুরে বেড়াচ্ছে, হোম কোয়ারিন্টনের বিধি তারা মানছেন না। প্রশাসনের নজরদারির প্রয়োজন।

Related posts

মেমারি নওহাটী গ্রামে তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষ

E Zero Point

কৃষক বন্ধু প্রোগ্রামে কৃষ্ণ ঘোষ

E Zero Point

নির্বাচনী প্রচারে পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

E Zero Point

মতামত দিন