16/01/2025 : 9:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানার বড়পলাশনে আবার করোনা পজিটিভ

স্টাফ রিপোর্টার, বড়পলাশনঃ মেমারি থানার অর্ন্তগত মেমারি ২ ব্লকের বড়পলাশন-২ পঞ্চায়েতের দিঘীরপাড় এলাকার ২৯ বছরের যুবকের করোনা পজিটিভ ধরা পড়লো।কিছুদিন আগে মহারাষ্ট্রের মুম্বাই থেকে ফিরেছিল ঐ যুবক।

এই ঘটনায় গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকার আশাকর্মী, পুলিশ প্রশাসনের উপস্থিতে এলাকাটি সীল করার কাজ শুরু হয়েছে।

এর আগে গত ২৫ মে একই গ্রামের একজন যুবক করোনা আক্রান্ত হয়েছে। তিনিও মুম্বাই থেকে ফিরেছিলেন।

 

Related posts

দুর্যোগের মধ্যেও কাজ করে চলেছে ওরা

E Zero Point

তৃণমূলের কর্মীসভা কামারপুকুরে

E Zero Point

পূর্বস্থলীতে বিজেপি পার্টি অফিসে শ্রী রামের পুজো

E Zero Point

মতামত দিন