04/06/2023 : 6:27 AM
আমার বাংলাউত্তর বঙ্গদক্ষিণ দিনাজপুর

দক্ষিন দিনাজপুরে শিশু আলয় কেন্দ্রের শিক্ষিকা তালা বন্দীঃ সুষম আহার ওজনে কম দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বালুরঘাটঃ শিশুদের সুষম আহারের ওজন কম দেবার অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্রের ভেতর শিক্ষিকাকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভাকলা দেবক গ্রামে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।

এলাকার শিশু আলয় কেন্দ্রের অভিভাবকদের অভিযোগ লকডাউন বিধি চালু হওয়ার পর শিশু আলয় গুলি বন্ধ থাকলেও সরকার থেকে প্রত্যেক শিশুর সুষম আহার দেবার বিষয়টি জারি রাখা হয়েছে। প্রত্যেক শিশু পিছু দুকেজি করে চাল, আলু ও পরিমাপ মত ডালের বরাদ্দ করা হয়েছে। সেই সব খাদ্য দ্রব্য প্রত্যেক মাসে ওই শিশু আলয় কেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষিকারা শিশুদের অভিভাবকদের মধ্যে বিলি করে থাকেন। সেরকম আজ দুপুরে ওই শিশু আলয় কেন্দ্র থেকে ওই কেন্দ্রের শিক্ষিকা তার স্বামীর সহযোগিতায় ওই সব খাদ্য সামগ্রী বিলির ব্যবস্থ্যা করে। কিন্তু সেইমত শিশুদের জন্য খাদ্য সামগ্রী নিতে এসে অভিভাবকরা দেখেন তাদের শিশুদের বরাদ্দের জন্য আহারের চাল ও আলুর ওজন বরাদ্দের থেকে অনেক কম। খাদ্য সামগ্রী কম দেওয়া নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপরেই সেই ক্ষোভ বিক্ষোভে পরিনত হয়। তারা খাদ্য সামগ্রী কম দেবার অভিযোগে শিশু কেন্দ্রের ভেতর তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। সাময়িক উত্তেজনাও দেখা দেয় ওই চত্বরে। এরপরে অভিভাবকরা এই নিয়ে বিডিওর নিকট অভিযোগ জানাতে যান বলে জানা গেছে।

যদিও শিশু শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষিকা খাদ্য সামগ্রী কম দেবার অভিযোগ মানতে চান নি বলে জানা গেছে।

Related posts

ভাতারে গুপ্ত বাড়ি লক্ষীপূজা সর্বজনীন পূজার রূপ নিয়েছে

E Zero Point

ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার

E Zero Point

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ১ টাকার ডাক্তার নামে পরিচিত চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়কে

E Zero Point

মতামত দিন