28/05/2023 : 5:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান রেল স্টেশনে প্রায় ৩৫০ জন দুঃস্থকে মধ্যাহ্ন ভোজন

সেখ নিজাম আলমঃ ৪৫ দিন ধরে গরীব মানুষদেরকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন পূর্ব বর্ধমান জেলার আই.এন.টি.ইউ.সি। তাদের এই মহতি কাজে খুশী হয়ে আজ এগিয়ে এলেন ক্রিয়েটিভ ড্যান্স এ্যাকাডেমির সদস্যবৃন্দ। প্রথমে আই.এন.টি.ইউ.সি সভাপতি ইকতিকার আহমেদকে সম্বর্ধনা করেন ক্রিয়েটিভ ড্যান্স এ্যাকাডেমির সম্পাদক মহঃ রিয়াজুদ্দিন। পরে অন্যন্য সদস্যদেরকেও সম্বর্ধনা করা হয়। তারপরে ৩৫০ জন দূঃস্থ মানুষদেরকে দুপুরের মধ্যাহ্ন ভোজনের খরচ আজ বহন করেন ক্রিয়েটিভ ড্যান্স এ্যাকাডেমির পক্ষ থেকে। প্রতিদিন মধ্যাহ্ন ভোজনের আয়োজন সহজ বিষয় নয়। তাই আই.এন.টি.ইউ.সি-র এই উদ্যোগকে সাধূবাদ জানিয়ে এবং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অন্ততপক্ষে একটা দিনের জন্যেও গরীবদেরকে সেবা করার যে কি আনন্দ, তা উপলব্ধি করে আজ বর্ধমান রেল স্টেশনে প্রায় ৩৫০ জন দুঃস্থ মানুষদেরকে মধ্যাহ্ন ভোজনের খরচ বহন করেন। আই.এন.টি.ইউ.সি-র মেম্বার কমিটির সহ সভাপতি যোগেশ্বর দাস বৈরাগ্য জানান, আজ নতুন করে ক্রিয়েটিভ ড্যান্স এ্যাকাডেমি দূঃস্থদের খাবার ও আমাদেরকে সম্বর্ধনা করায় শুধু আমরা খুশী নয়, এলাকার মানুষও খুশী। তিনি আরও জানান,আজই তাদের শেষ নয়। যতদিন না স্বতঃস্ফুর্তভাবে সচল হচ্ছে,ততদিন আমরা গরীব মানুষদেরকে দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে যাবো।

Related posts

কম্বল, ভ্যানরিক্সা, হুইল চেয়ার প্রদান মেমারিতে

E Zero Point

মেমারিতে অসহায়দের মধ্যে ‘অঞ্জলি’ প্রদান করলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস

E Zero Point

মেমারিতে বিজেপির কর্মী সম্মেলন

E Zero Point

মতামত দিন