28/04/2024 : 12:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে

আমিরুল ইসলামঃ গত কাল পূর্ব বর্ধমান জেলার ভাতারের ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমারুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ আমারুণ গ্রামে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বর্তমানে কোরোনা ভাইরাসের জেরে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের টান দেখা দিয়েছে ।সেই রক্তের টান মেটাতে আমারুণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ।

ভাতার ব্লকের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা জানান, ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ। আগামীতেও বেশ কয়েকটি অঞ্চলে আমাদের এই রক্তদান শিবির হবে। আজ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা এসেছেন আমাদের এই রক্তদান শিবিরে। তৃণমূল কংগ্রেসের কর্মী দের কে অসংখ্য ধন্যবাদ। মোট ৩০ জন রক্তদাতা রক্ত দেবেন এই রক্তদান শিবিরে।

রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত হুই, ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঞ্চিত দত্ত।


Related posts

‘সম কাজে সম বেতন’ সিঙ্গেল বেঞ্চের  রায় কে মান্যতা ডিভিশন বেঞ্চের

E Zero Point

সংসারের হাল ধরতে ভাতারে পরিযায়ী শ্রমিকের হাতিয়ার এখন কলম

E Zero Point

খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন