20/03/2023 : 11:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে ৫০০ বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার, পান্ডুয়াঃ সারা রাজ্যের বুকে আমফানের তান্ডবের ফলে বহু পুরাতন গাছ যেমন উপরে গেছে তেমন বহু নতুন গাছ ও নষ্ট হয়েছে এ সময়। পরিবেশের ফুসফুস হিসেবে গাছের ভূমিকা সকলে জানে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিরাট ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগ এ তাই সেই গাছ নষ্ট হলে মানব সমাজ ও বিপদের মুখে পড়বে। তাই বিশ্ব পরিবেশ দিবসে, সৃষ্টির লড়াই জারি রেখেছে পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠন ।

কলবাজার থেকে তিননা ব্রিজ পর্যন্ত রাস্তার দুধারে ৫ কিলোমিটার রাস্তা বরাবর ৫০০ টি গাছ লাগানো ও গাছ বিতরণ হলো আজ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পাণ্ডুয়া এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন,ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিষেক ঘোষ, জেলা কমিটির সদস্য শিবু ঘোষ ছাড়া ও হাফিজুর রহমান, জয়দেব ঘোষ, শেখ সাবির, নূর মহম্মদ সহ আরো অনেকে।সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি সফল হয়েছে। আমাদের লক্ষ এই চারা গাছ গুলোকে বাঁচিয়ে পরিবেশের বুকে ফিরিয়ে দেওয়া যাতে পরিবেশের ভারসাম্য ফিরে আসে। গাছ লাগান প্রাণ বাঁচান।


Related posts

পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত ৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

করোনায় মৃত নির্দল প্রার্থী সমীর ঘোষঃ ভারত-বাংলাদেশ সীমান্তে শোক সভা

E Zero Point

উদ্ধারকৃত বাজি তৈরীর মসলা নিষ্ক্রিয় করলো মেমারি থানার পুলিশ

E Zero Point

মতামত দিন