08/09/2024 : 2:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে ৫০০ বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার, পান্ডুয়াঃ সারা রাজ্যের বুকে আমফানের তান্ডবের ফলে বহু পুরাতন গাছ যেমন উপরে গেছে তেমন বহু নতুন গাছ ও নষ্ট হয়েছে এ সময়। পরিবেশের ফুসফুস হিসেবে গাছের ভূমিকা সকলে জানে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিরাট ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগ এ তাই সেই গাছ নষ্ট হলে মানব সমাজ ও বিপদের মুখে পড়বে। তাই বিশ্ব পরিবেশ দিবসে, সৃষ্টির লড়াই জারি রেখেছে পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠন ।

কলবাজার থেকে তিননা ব্রিজ পর্যন্ত রাস্তার দুধারে ৫ কিলোমিটার রাস্তা বরাবর ৫০০ টি গাছ লাগানো ও গাছ বিতরণ হলো আজ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পাণ্ডুয়া এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন,ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিষেক ঘোষ, জেলা কমিটির সদস্য শিবু ঘোষ ছাড়া ও হাফিজুর রহমান, জয়দেব ঘোষ, শেখ সাবির, নূর মহম্মদ সহ আরো অনেকে।সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি সফল হয়েছে। আমাদের লক্ষ এই চারা গাছ গুলোকে বাঁচিয়ে পরিবেশের বুকে ফিরিয়ে দেওয়া যাতে পরিবেশের ভারসাম্য ফিরে আসে। গাছ লাগান প্রাণ বাঁচান।


Related posts

মেমারি পৌরসভার প্রশাসকের উপস্থিতিতে শহীদ স্মরণসভা

E Zero Point

কৃষক, খেতমজুর ও শ্রমিকদের বিক্ষোভ অবস্থান মেমারিতে

E Zero Point

পেক্সালন প্রিমিয়ার লীগ মেমারিতে

E Zero Point

মতামত দিন