28/03/2024 : 3:41 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

ভারতের অভয়ারণ্য (পর্ব-৪) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৭ (চর্তুথ সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২৭

টিম জিরো পয়েন্ট গতকাল আমফান ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান নিয়ে দক্ষিন ২৪ পরগনা গিয়েছিল তাই গতকাল “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” দেওয়া যায়নি, আমরা দুঃখিত।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


শুভেচ্ছা সহ ১০১/- টাকা ট্রান্সফার করা হল সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে জিরো পয়েন্ট এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতায় ৩ জন সর্বোচ্চ উত্তরদাতা ছিলেন, আমরা সবক্ষেত্রে যিনি আগে উত্তর দিয়েছেন সেই মানদন্ডে বিজয়ী নির্ধারণ করা হল)

কুইজ প্রতিযোগিতা-২৬- উত্তর


প্রশ্নঃ ভারতে বাঘসুমারি শুরু হয় ২০০৬ সালে। কত বছর অন্তর এই গণনা হয়?
উত্তরঃ ৪ বছর

সঠিক উত্তরদাতা

সোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমানমোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদমুস্তাক মুর্শেদ, মুর্শিদাবাদশম্পা গাঙ্গুলী ঘোষ, গুজরাতসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২৭

গত ৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। অনেক দেশেই ৫ থেকে ১১ই জুন পরিবেশ সপ্তাহ পালন করা হয়। ভারতেও কোনো কোনো রাজ্য পরিবেশ সপ্তাহ পালনের কর্মসূচী নেয়। স্কুল-কলেজ -ইউনিভার্সিটি -সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর করোনা ভাইরাসের দাপটে তা করা সম্ভব হয়নি। আমরা প্রশ্নোত্তরে পরিবেশ সপ্তাহ পালন করব। পরিবেশ রক্ষার বিভিন্ন দিকের খোঁজখবর থাকবে সাতদিন। আজ চতুর্থ দিন।

পরিবেশ সপ্তাহ উদযাপন – পর্ব ৪
আজকের বিষয়ঃ ভারতের পাখিরালয় (Bird Sanctuary)


১। ভারতের প্রথম বার্ড স্যাংচুয়ারি কোনটি?
– Keoladeo Ghana Bird Sanctuary (আগে নাম ছিল ভরতপুর বার্ড স্যাংচুয়ারি), রাজস্থান

২। ভারতের বৃহত্তম wetland bird sanctuary কোথায় রয়েছে?
– নল সরোবর বার্ড স্যাংচুয়ারি, গুজরাট

৩। পশ্চিমবঙ্গের কোন বার্ড স্যাংচুয়ারিটি ‘কয়ালের বাগান’ নামে পরিচিত?
– চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, দক্ষিণ ২৪ পরগণা

৪। ভারতবর্ষে Peacock Sanctuary কোথায় আছে?
– কর্ণাটক রাজ্যে, Bankapura Peacock Sanctuary ও Adichunchanagiri Peacock Sanctuary

৫। প্রায় ৯০০০০ থেকে ১০০০০০ পরিযায়ী পাখির জন্য বিখ্যাত কুলিক বার্ড স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
– উত্তর দিনাজপুর

৬। সেলিম আলি বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?
– গোয়া

৭। ভারতের একটি বিলুপ্তপ্রায় পাখি প্রজাতি হল Great Indian Bustard (ardeotis nigriceps)। Great Indian Bustard Sanctuary বা Jawaharlal Nehru Bustard Sanctuary কোথায় অবস্থিত?
– মহারাষ্ট্র

৮। ভারতের সবথেকে পুরোনো water bird sanctuary কোনটি?
– Vedanthangal Bird Sanctuary, তামিলনাড়ু

৯। ‘ফ্লেমিঙ্গো কলোনি’ ভারতবর্ষের কোথায় অবস্থিত?
– Khavda, গুজরাট

১০। পূর্ব বর্ধমানে ভাগীরথী-হুগলী নদীর ধারে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি ox-bow হ্রদকে ঘিরে যে পাখিরালয় গড়ে উঠেছে, তার নাম কি?
– পূর্বস্থলী বার্ড স্যাংচুয়ারি বা চুপি পাখিরালয়

কুইজ প্রতিযোগিতা-২৭


পাঠকের জন্য প্রশ্নঃ

উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন হ্রদে শীতকালীন পরিযায়ী পাখিদের ঢল নামে। হ্রদটির নাম কি?


অনেকেই বিভিন্ন গ্রুপে লিঙ্ক পাচ্ছেন না বলছেন তাই সকলের জন্য এই লিংকটা দেওয়া হল প্রতিদিন আপনারা এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” ।
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition



সঞ্চালকঃ অপূর্ব কুমার সু

 


 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

লড়াইটা শিক্ষক নিয়োগ দুর্নীতির কিন্তু বাঙালি মজেছে মিডিয়ার টিআরপি-তে

E Zero Point

রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা-১

E Zero Point

মতামত দিন