30/10/2024 : 4:29 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৭(তৃতীয় সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৭

আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771



কুইজ প্রতিযোগিতা-১৬- উত্তর

প্রশ্নঃ জেমস্ রামসে উলম্যানের সহযোগিতায় রচিত তেনজিং নোরগের আত্মজীবনীর নাম কি?
উত্তরঃ — Tiger of the Snows বা Man of Everest (1955)

সঠিক উত্তরদাতা

সোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমনানডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতাসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানমুস্তাক মুর্শেদ, মুর্শিদাবাদসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-১৭

সত্যজিৎ রায় – মৃণাল সেনের হাত ধরে বাংলা সিনেমার আধুনিকীকরণ ও জাতীয়করণের যে যাত্রা শুরু হয়েছিল তা আরও পরিণত হয় যাঁদের দক্ষতায়, তাঁদের মধ্যে ঋতুপর্ণ ঘোষ এক উজ্জ্বল নাম। জাতীয় পুরস্কারের মঞ্চে তাঁর ও তাঁর নির্মিত চলচ্চিত্রের বারংবার উপস্থিতিই তার প্রতিভার পরিচয় দেয়। ২০১৩ সালে আজকের দিনে মাত্র ৪৯ বছর বয়সে এই চিত্র পরিচালক পরলোকগমন করেন।

আজকের বিষয়ঃ ঋতুপর্ণ ঘোষ

১। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ঋতুপর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর বিষয় কি ছিল?
– ইকোনমিক্স

২। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে ঋতুপর্ণ কোথায় কাজ করতেন?
– Response India নামে এক বিজ্ঞাপন সংস্থায়

৩। পরিচালক হিসাবে ঋতুপর্ণ ঘোষের প্রথম চলচ্চিত্র কোনটি?
– শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে ‘হীরের আংটি’ (১৯৯২)

৪। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর দ্বিতীয় ছবিটি দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় – শ্রেষ্ঠ কাহিনী চিত্র (Feature film) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (দেবশ্রী রায়)। এই ছবিটির মাধ্যমেই ঋতুপর্ণ মূলতঃ দেশজোড়া পরিচিতি পান। কোন ছবি?
– উনিশে এপ্রিল

৫। ঋতুপর্ণ ঘোষ শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার পেয়েছেন দু’বার। কোন কোন ছবির জন্য?
– উৎসব (২০০০) ও আবহমান ( ২০০৯)

৬। অগাথা ক্রিস্টির গল্প ‘The Mirror Crack’d from Side to Side’ অবলম্বনে ঋতুপর্ণর বানানো সিনেমাটির নাম কি?
– শুভ মহরত (২০০৩)

৭। ঋতুপর্ণ ঘোষের প্রথম হিন্দি ছবি কোনটি?
– O Henry-র লেখা The Gift of the Magi অনুসরণে নির্মিত ছবি Raincoat (২০০৪)

৮। ঋতুপর্ণ ঘোষ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি?
– কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় – আরেকটি প্রেমের গল্প (২০১১)

৯। অমিতাভ বচ্চনের সাথে ঋতুপর্ণর একমাত্র কাজ কোনটি?
– The Last Lear (২০০৭), এই ছবিটি শ্রেষ্ঠ ইংরাজি কাহিনী-চিত্রের জন্য জাতীয় পুরস্কার পায়

১০। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নির্ভর একটি তথ্যচিত্র বানিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। তথ্যচিত্রটির নাম কি?
– রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নামেই – জীবন-স্মৃতি (২০১৩)

 

কুইজ প্রতিযোগিতা-১৭


পাঠকের জন্য প্রশ্নঃ

ঋতুপর্ণ ঘোষ ১৯৯৭ থেকে ২০০৪ সাল অব্দি কোন বাংলা ফিল্ম ম্যাগাজিনের সম্পাদক ছিলেন?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

কনুইয়ে হঠাৎ আঘাত!!! বৈদ্যুতের মতো শক লাগে কেন?

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

মতামত দিন