27/04/2024 : 3:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

১০০ দিনের কাজের মজুরি ৯৬ টাকা, পূর্বস্থলীতে বিক্ষোভ

আলেক শেখ, কালনা, ১২ জুন ২০২০


১০০ দিনের প্রকল্পে মজুরি ২০৪ টাকা থেকে কমিয়ে মাত্র ৯৬ টাকা করে দেওয়ায় চরম বিক্ষোভের মধ্যে পড়লেন নির্মাণ সহায়ক।   ঘটনাটি ঘটে  পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালতেচড়া গ্রামে।     এই গ্রামে একশো দিনের প্রকল্পে ঢালাই রাস্তার পাশে দিন ছয়েক আগে মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে।  শুক্রবার  গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক  বাইকে  ঘটনাস্থলে এসে বলেন– আপনারা  অনেক কম কাজ করেছেন।   তাই  আপনাদের মজুরি  ২০৪  টাকা থেকে কমিয়ে ৯৬ টাকা করে দেওয়া হলো।   এই কথা বলতেই আগুনে ঘি পড়ার মতো মানুষ ক্ষোভে জ্বলে ওঠেন।   শুধু গায়ে হাত দেওয়া ছাড়া সবই হয়। এই ব্যাপারে যা সিদ্ধান্ত সবই প্রধান নেবেন বলে নির্মাণ সহায়ক ঘটনাস্থল থেকে চলে যান।

এই ব্যাপারে স্থানীয় প্রধান রনজিৎ স্যান্যালের বক্তব্য– সরকারি নিয়মে একটি নির্দ্দিষ্ট পরিমান কাজের বদলে ২০৪ টাকা মজুরি দেওয়া হয়।  কিন্তু সে পরিমান হালতেচর গ্রামে কাজ না হলে  মজুরি তো কম নিতেই হবে।  পূর্বস্থলী-২ বিডিও সৌমিক বাগচী বলেন–ওখানে খবর নিয়ে জেনেছি সরকারি নিয়মে উনারা মাপ মত কাজ করতে পারেননি।  তাই মজুরি কম হয়ে গেছে। ওখানকার কাজ করা মানুষরা মিডিয়া মারফত  মুখ্যমন্ত্রীকে জানান– লকডাউনে কাজকর্ম নেই। সংসারে খুবই টানাটানি, এই অবস্থায় পুরো মজুরি পাওয়ার আবেদন জানাচ্ছি।                           

Related posts

পান্ডুয়ার শিশুদের শারদ বস্ত্র উপহার

E Zero Point

এবার আসরে নামলো মেমারির ছাত্রছাত্রীরা, বাবা-মা কে পাঠালো চিঠি!

E Zero Point

পূর্ব বর্ধমানে মদ্যপ ছেলের হাতে মৃত্যু অসুস্থ বাবার

E Zero Point

মতামত দিন