07/12/2022 : 8:37 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

রাস্তার উপরে থাকা ইঁট, বালি, পাথর অবিলম্বে সরিয়ে দেয়ার নির্দেশ মাইকিং, ভাতার ব্লক জুড়ে

আমিরুল ইসলাম, ভাতারঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে আজ ভাতার থানার উদ্যোগে মাইকিং করে গোটা ভাতার ব্লকে প্রচার করা হলো। অবিলম্বে রাস্তার উপরে থাকায় ইঁট, বালি ,পাথর, ধান ও খড় সরিয়ে নিতে হবে। তা না হলে প্রশাসনের তরফ থেকে জেসিবি দিয়ে সরানো হবে। ভাতার থানার পুলিশের উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। কারণ ভাতারে বেশ কয়েকটি বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটেছে রাস্তার উপরেই ইট বালি থাকার কারণে। নতুন করে যাতে করে এরকম কোন ঘটনা না ঘটে সেই জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসন।

Related posts

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

E Zero Point

হুগলিতে লকডাউন কার্যকর করতে পথে নামলো পঞ্চায়েত

E Zero Point

অতিথির মতো নদীভাঙন এবারও তামঘাটায়

E Zero Point

মতামত দিন