19/04/2024 : 9:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি হলো মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

নিজস্ব সংবাদদাতা, মেমারিঃ পশ্চিমবঙ্গের দ্বিতীয় আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি করলেন মেমারি ক্রিস্টাল মডেল স্কুল এর টেকনোলজি ক্লাবের কয়েক জন ছাত্র ছাত্রী ও মেন্টররা। সাধারণত জীবাণুনাশক টানেলে জীবাণুনাশক হিসেবে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার হচ্ছে যা মানুষের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে । সেইজন্য জীবাণুনাশক হিসেবে কেন্দ্রীয় সরকারি সংস্থা বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ন্যায় ক্রিস্টাল মডেল স্কুলও উদ্ভিজ্জ জীবাণুনাশক ব্যবহার করছেন। এই টানেলটি স্কুল চত্বরের প্রবেশপথে বসানো হয়েছে যাতে টানেলে মধ্য দিয়ে কেউ স্কুলে প্রবেশ করলে শরীরে স্বয়ংক্রিয় ভাবে আয়ুর্বেদিক জীবাণুনাশক স্প্রে করবে উচ্চচাপের এয়ার কম্প্রেসার । একটা নির্দিষ্ট সময়ের জন্য পোশাক জুতো ,স্কুল ব্যাগ সহ টানেলে প্রবেশকারীর সারা শরীরের উপরি অংশ জীবাণুরহিত করার ক্ষমতা আছে‌ এই আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেলের।

এই বিষয়ে কথা বলতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল অরুন কান্তি নন্দী জানান আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রী নিজের পছন্দের বিষয়ে পারদর্শী কোরে তোলার জন্য বিভিন্ন ধরনের একটিভিটি ক্লাব রয়েছে। এই রকমই একটি টেকনোলজি ক্লাবের কয়েক জন ছাত্র ছাত্রী , মেন্টরদের তত্বাবধানে এই টানেল তৈরি হয়েছে। কোভিড – ১৯ মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে আগামী দিনে পঠনপাঠন ও অন্যান্য বিষয়ে অভিভাবক ও শিক্ষক দের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ ১৩ ও ১৪ জুন আলোচনার সভার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজ থেকে এই টানেল ব্যবহার আরাম্ভ করা হলো। প্রসঙ্গত তিনি জানান আগামী দিনে স্কুল চালু হলে স্কুল – বাস , স্কুল ভবন যাতে জীবানু মুক্ত রাখাযায় সেজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

Related posts

বর্ধমানে আদিবাসী শ্রমজীবি মানুষের জন্য রান্নাঘর

E Zero Point

মেমারিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১

E Zero Point

স্কুল চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

E Zero Point

মতামত দিন