29/03/2024 : 3:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রতিদিন অন্নসেবা বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাস আজ আমাদের জীবনে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, লাগাতার চারটি স্টেপে লকডাউন জারি হয়েছে ক্রমাগত। কার্যতঃ এই তিনমাস বাবদ চলা লকডাউনে দুঃস্থ অসহায় সহ সাধারণ মানুষ গৃহবন্দি হয়ে নিজের জীবনকে বেঁচে থাকার পরীক্ষা দিয়েছেন। কিন্তু WHO এবং গবেষকরা জানিয়েছেন আপাতত করোনা কে সঙ্গে নিয়ে চলতে হবে সকলকে, সেইসব চিন্তা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বয়ে আনলক ১ করে স্বাভাবিক ছন্দে ফিরেছে ভারতবাসী।
ছন্দে ফিরলেও সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে আমাদের সকলকেই। সবরকম কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ভবঘুরে ও অসহায়দের জন্য প্রত্যেকদিন রাত্রে আহারের ব্যবস্থা। সংগঠনের সদস্য পীযূষ রঞ্জন ব্যানার্জি এবং গুরুদাস ব্যানার্জি জানান, প্রায় তিনশোরও বেশি অনাথ, অসহায় ও দুঃস্থরা বর্ধমান রেল স্টেশন ও জিটি রোডে থেকে দিনযাপন করেন, কার্যতঃ লকডাউনের সময় সবরকম সংস্থা এসে তাদের খাবার তুলে দিয়েছেন কিন্তু লকডাউন স্বাভাবিক হতেই আর এই অসহায়দের পাশে কেউই দাঁড়াচ্ছেন না। মূলতঃ তাদের কথা চিন্তা করে মানবাধিকারের পক্ষ থেকে আপাতত রাত্রির খাবার দেওয়া হবে প্রতিদিনই।

Related posts

বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

নবান্ন থেকে মেমারি শহরের দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়াল মাধ‍্যমে

E Zero Point

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

E Zero Point

মতামত দিন