11/05/2024 : 8:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

বর্ষার মুখেই পান্ডুয়া পঞ্চায়েতের সামনে রাস্তা জলমগ্ন, প্রশাসন নির্বিকার

সুমন চক্রবর্ত্তীঃ পান্ডুয়া পঞ্চায়েতের সামনে রাস্তা বেহাল অবস্থা।সাধারণ মানুষের যাতায়াত করতে নাজেহাল হয়ে পরছে। পান্ডুয়া তেলিপাড়া মোড় থেকে স্টেশন যাবার মেন রাস্তা এটি। সাধারন ব্যাবসায়ী দের অভিযোগ,পান্ডুয়া পঞ্চায়েতের পাশের একটি নতুন বিল্ডিং তৈরি হয়।যার ফলে এই মেন রাস্তাটি অন্য জায়গায় থেকে অনেকটাই নিচু হয়ে গেছে। জমা জল টির কোনরূপ নিকাশি ব্যাবস্থা না থাকার ফলে একটু বৃষ্টি হলেই ঐ বিল্ডিং সহ অন্যান্য রাস্তার জলটি ও খানে জমে যাচ্ছে।।
স্থানীয় মানুষ থেকে ব্যাবসায়ী দের অভিযোগ ,সামনে পঞ্চায়েত, আর একটু এগিয়ে গেলেই পান্ডুয়া বিডিও অফিস, এই রাস্তাটা দিয়ে দুই দপ্তরের বিডিও সহ অন্যান্য অফিসার যাতায়াত করে এই রাস্তাটি দিয়ে। জল জমার বিষয় টিও সকলে দেখে কিন্তু কেউই কোনদিনই এ বিষয়ে হস্তক্ষেপ করেনি। আমরা এলাকাবাসী হিসেবে বহুবার পঞ্চায়েত প্রধান সহ বিডিও র কাছে বিষয়টি জানিয়েছি কিন্তু কেউই আমাদের একথা শোনেননি। অন্যদিকে অবশ্য পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ চন্দ্র দাস জল জমার কথা স্বীকার করে বলেন ,আমরা বহুবার ঐ বিল্ডিং মালিককে জলটি একটি নিকাশির জন্য ড্রেন করে দেবার কথা জানালেও তিনি কোনো রুপ কর্ণপাত করছেন না। এবার আমরা পঞ্চায়েতে তরফ থেকে বিডিও কে বলে উনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Related posts

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল রাজধানী দিল্লিতে

E Zero Point

করোনা আবহে টোটো চালক ও যাত্রীদের নিরাপত্তায় সচেতনতা শিবির মেমারিতে

E Zero Point

ধানের চারা পুঁতে, সড়কে জাল ফেলে যুব বিক্ষোভ

E Zero Point

মতামত দিন