29/11/2023 : 4:41 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩২ (পঞ্চম সপ্তাহ)

কুইজের খোঁজ খবরঃ ৩২

১৮৫৭ সালের মহাবিদ্রোহ বললেই যে নামগুলো প্রথম এক নিশ্বাসে উচ্চারিত হয় তাদের মধ্যে ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈ-এর নাম অবশ্যই থাকে। শিশুসন্তানকে পিঠে বেঁধে খোলা তরোয়াল হাতে ঘোড়ায় আসীন রাণী লক্ষ্মীবাঈ-এর ছবি আজও ভারতীয়দের ধমনীতে রক্তস্রোত বাড়িয়ে দেয়। ১৮৫৮ সালে আজকের দিনে ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন।

আজকের বিষয়ঃ ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈ

১। ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈ-এর আসল নাম কি?
– মণিকর্নিকা তাম্বে (বাবার নাম মরোপন্থ তাম্বে)

২। ঝাঁসির রাজার সাথে বিবাহের পর তাঁর নাম হয় রাণী লক্ষ্মীবাঈ। তাঁর স্বামীর নাম কি?
– গঙ্গাধর রাও নেওয়ালকার

৩। রাণী লক্ষ্মীবাঈ-এর দত্তক পুত্রর নাম কি?
– আনন্দ রাও। আনন্দ রাও গঙ্গাধর রাও-এর খুড়তুতো ভাই বাসুদেব রাও নেওয়ালকারের পুত্র। দত্তক নেওয়ার পর আনন্দ রাও-এর নাম বদল করে রাণী লক্ষীবাঈ-এর মৃত সন্তানের নামে নাম রাখা হয় – দামোদর রাও

৪। ঝাঁসির দুর্গ পরিত্যাগ করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাণী লক্ষ্মীবাঈকে বার্ষিক কত টাকা ভাতা দেওয়ার প্রস্তাব দেয়?
– ৬০০০০ টাকা

৫। কোন ইংরেজ জেনারেল রাণী লক্ষ্মীবাঈকে ঝাঁসির দুর্গ পরিত্যাগ করে আত্মসমর্পণ করতে আদেশ দেন?
– Hugh Rose

৬। কোন ব্রিটিশ সম্রাজ্ঞী ব্রিটিশ সৈন্যদের ঝাঁসি আক্রমণ করে রাণী লক্ষীবাঈকে হত্যা করার হুকুম দেন?
– রাণী ভিক্টোরিয়া

৭। রাণী লক্ষ্মীবাঈ-এর ঘোড়াগুলির নাম ছিল – সারঙ্গী, পবন ও বাদল। ঐতিহাসিকদের মতে এদের মধ্যে কোন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাণী শিশুপুত্রকে পিঠে বেঁধে ঝাঁসির দুর্গের উঁচু প্রাচীর থেকে ঝাঁপ দেন যার ফলে তাঁরা বেঁচে গেলেও ঘোড়াটি মারা যায়?
– বাদল। পরে রাণী লক্ষ্মীবাঈ সারঙ্গীকে ব্যবহার করেন

৮। ঝাঁসির দুর্গ থেকে চলে আসার পর তাঁতিয়া টোপী, বান্দার নবাব ও রাও সাহেবের সাথে হাত মিলিয়ে রাণী লক্ষ্মীবাঈ কোন দুর্গ দখল করেন?
– গোয়ালিয়র দুর্গ

৯। রাণী লক্ষ্মীবাঈ-এর সমাধি কোথায় রয়েছে?
– গোয়ালিয়রের ফুলবাগ এলাকায়

১০। রাণী লক্ষ্মীবাঈ-এর সম্বন্ধে বহু কবিতা রচিত হলেও সর্বাধিক জনপ্রিয় হল “ঝাঁসি কি রাণী”। কবিতাটি কার রচনা?
– সুভদ্রা কুমারী চৌহান


পাঠকের জন্য প্রশ্নঃ


লর্ড ডালহৌসি প্রণীত কোন নীতি মোতাবেক গঙ্গাধর রাও মারা যাওয়ার পর তাঁর দত্তক পুত্র দামোদর রাওকে ঝাঁসির সিংহাসনের উত্তরাধিকারী বলে মানতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজী হয়নি?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


কুইজ প্রতিযোগিতা-৩১ – উত্তর


প্রশ্নঃ UNCCD -র পুরো কথা কি?
উত্তরঃ – United Nations Convention to Combat Desertification in Those Countries Experiencing Serious Drought and/or Desertification, Particularly in Africa

সঠিক উত্তরদাতা


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


১০১ টাকা শুভেচ্ছা স্বরূপ  সাপ্তাহিক বিজয়ী মুস্তাক মুর্শেদ-কে দেওয়া হল। অভিনন্দন…

Related posts

আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন

E Zero Point

প্রকাশিত হলো জিরো পয়েন্ট পাক্ষিক পত্রিকা ২০ অগাষ্ট ২০২১

E Zero Point

ছোটদের কুইজ প্রতিযোগিতা-২ (দ্বিতীয় সপ্তাহ)

E Zero Point

মতামত দিন