29/03/2024 : 12:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে তৃণমূলের শহীদ সম্মান ও প্রতিবাদ মিছিল

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট: মঙ্গলকোটের জয়পুরে তৃণমূলের পক্ষ থেকে লাদাকে নিহত শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয় এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন আজ প্রায় ২০০ সমর্থককে নিয়ে অঞ্চল সভাপতি রমজান আলী ও বিশিষ্ট তৃণমূল নেতা পতিতপাবন মণ্ডল জয় পুর বাসস্ট্যান্ডে। প্রত্যেকেই সম্প্রতি লাদাকে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে তৃণমূল নেতা নুরুল শেখের স্লোগানে গলা মেলান পদযাত্রীরা । তাদের বক্তব্যের বিষয় ছিল চীনা দ্রব্যাদি বয়কট এবং চীনের প্রতি বদলা। বিশিষ্ট তৃণমূল নেতা পতিতপাবন মণ্ডল বলেন কেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী এই আক্রমণের বদলা নিলেন না তার জবাব মোদিকে দিতে হবে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কেন ঠান্ডা হয়ে বসে রয়েছেন তার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে ।তিনি আরো বলেন তৃণমূল কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে লড়ছে লড়বে এবং চানক অঞ্চল তৃণমূল পন্থীরা তাদের লড়াই জারি রাখবেন শান্তিপূর্ণভাবেই। আসন্ন একুশে বিধানসভায় তারাই সগৌরবে মঙ্গলকোটে রাজ করবেন একথা অতি স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।

Related posts

করোনা আবহে টোটো চালক ও যাত্রীদের নিরাপত্তায় সচেতনতা শিবির মেমারিতে

E Zero Point

জামালপুরে চলছে সবুজ সৃজনী মেলা

E Zero Point

সিদ্দিকুল্লাহের প্রত্যাবর্তনে আর বিজেপির বাড়বাড়ন্তে দুশ্চিন্তায় জোড়াফুলের একাংশ

E Zero Point

মতামত দিন