28/11/2022 : 5:39 PM
BREAKING NEWS
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে সিপিআইএম-এর ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, হাবরাঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে ডেপুটেশন দিল সিপিআইএম। সম্প্রতি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কুড়ি হাজার টাকা বরাদ্দ করা যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় প্রচুর অসঙ্গতি এবং স্বজনপোষণের অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সূত্রের খবর, এই তালিকায় বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের পরিবারবর্গ এবং তাদের আত্মীয়-স্বজন কোনরকম ক্ষতিগ্রস্ত না হয়েও কুড়ি হাজার টাকা করে অনুদান পেয়েছেন। এ বিষয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ও পড়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। মসলন্দপুর-১,মসলন্দপুর- ২, বেড়গুম ১ ও ২ প্রভৃতি এলাকায় প্রকাশিত অপ্রকাশিত সব তালিকায় ব্যাপক পরিমাণে স্বজনপোষণ হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে। আজ এর বিরুদ্ধে হাবড়ার বিডিওকে ডেপুটেশন দেয় সিপিআইএম। এই উপলক্ষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বাবুল কর, জেলা সদস্য সত্যসেবী কর, ঋজিনন্দন বিশ্বাস, স্বপ্না ঘোষ, জ্যোতি শংকর গাঙ্গুলী, অশোক পাল, পীযূষ ঘোষ দস্তিদার, শঙ্কর নন্দী, অপূর্ব সাহা প্রমুখ।

Related posts

খুঁটি পুজোয় মেমারির বিধায়ক

E Zero Point

ভাতারে বিভিন্ন দল থেকে ৩০০ কর্মী যোগদান তৃণমূলে

E Zero Point

MEMARI: করোনা সংক্রমণ বাড়ছে, অথচ বিজয়া সম্মিলনীতে নেই করোনা বিধি

E Zero Point

মতামত দিন