28/03/2024 : 11:20 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩৭ (ষষ্ঠ সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৩৭

২৫ শে জুন, ১৯৮৩। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখা একটি দিন। এইদিনই ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে। কোনো বিশেষজ্ঞ ভাবেননি এরা জিতবে। তাও আবার ক্রিকেটের মক্কা লর্ডসের মাঠে ফাইনাল শো ডাউনের ভয়াবহ স্নায়ুযুদ্ধে ক্যারিবিয়ান দৈত্যদের হারিয়ে বিশ্বকাপ জিতবে। মাত্র ২৪ বছর বয়সী দুঃসাহসী অধিনায়ক যখন লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ নিচ্ছেন তখন ভারতীয় ক্রীড়াপ্রেমীরাও হয়ত নিজেদের চিমটি কেটে দেখছিলেন স্বপ্ন দেখছেন কিনা। এক অবাস্তব স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছিলেন কপিল দেবের বাহিনী।

আজকের বিষয়ঃ ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়

১। কোন কোম্পানী ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রধান স্পনসর ছিল?
– Prudential Plc

২। কতগুলি দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল?
– ৮টি

৩। বিশ্বকাপের ম্যাচগুলি কত ওভারের হয়ে ছিল?
– ৬০ ওভার

৪। কোন চারটি দেশ বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল?
– ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ

৫। ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে কে সবথেকে বেশি রান করেছিলেন?
– কপিল দেব (৩০৩ রান)

৬। ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী কপিল দেব বাহিনীর সদস্য। তিনি কে?
– রজার বিনি (১৮ টি)

৭। ফাইনাল খেলায় ভারতের ১৮৩ (৫৪.৪ ওভার) রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ কত রান তুলতে পেরেছিল?
– ১৪০ রান, ৫২ ওভারে

৮। ফাইনালে দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে?
– কৃষ্ণমাচারি শ্রীকান্ত (৩৮ রান, ৫৭ বলে)

৯। ফাইনালে ভারতের হয়ে দু’জন বোলার ৩টি করে উইকেট দখল করেন। তাঁরা কারা?
– মদন লাল ও মহিন্দর অমরনাথ

১০। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন কে?
– মহিন্দর অমরনাথ (২৬ রান ৮০ বলে ও ৭ ওভারে ১২ রানের বিনিময়ে ৩ উইকেট)


পাঠকের জন্য প্রশ্নঃ


১৯৮৩ বিশ্বকাপের রাউন্ড রবিন পর্যায়ে কপিল দেবের ১৩৮ বলে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংসটি কোন দলের বিরুদ্ধে?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition



কুইজ প্রতিযোগিতা-৩৬ – উত্তর


প্রশ্নঃ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় মেসির প্রথম গোল কোন দলের বিরুদ্ধে?
উত্তরঃ – সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রো, ২০০৬ বিশ্বকাপ, জার্মানি

সঠিক উত্তরদাতা

ডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতাসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানআব্দুল বাসেত,  দক্ষিণ চব্বিশ পরগণামোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমানসাগ্নিক কুমার ভুঁই, বাঁকুড়ামুস্তাক মুর্শেদ, মুর্শিদাবাদসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


পঞ্চম সপ্তাহের বিজয়ী কে ১০১ টাকা শুভেচ্ছা স্বরুপ দেওয়া হল



 

 

Related posts

“করোনার ভয়কে জয় করে মানুষ সচেতন জীবন যাপন করছে”

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

মতামত দিন