29/09/2023 : 11:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

মানবিক সেবা গ্রুপের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বর্ধমানে

মহঃ এনামুল হকঃ  আজ সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের টিকরহাট মোড়ে মানবিক সেবা গ্রুপের পক্ষ ইন্দোচীন সীমান্তে ভারতীয় বীর সেনানী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মোমবাতি প্রজ্বলন করে দেশের সকল শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন, শহরের বিশিষ্ট্য গুনিজনরা তাদের মধ্যে অন্যতম ইতিহাস বিদ অধ্যাপক ডঃ সর্বজিৎ যশ বিশিষ্ট্য সমাজ সেবী আব্দুল রব কবি মানস মাইতি, এলাকার প্রাক্তন কাউন্সিলর মিঠু সিংহ এছাড়াও শহরের বিশিষ্ট্য জন।


মানবিক সেবা গ্রুপের পক্ষ থেকে উদ্যোক্তা তন্ময় ভট্টাচার্য, সেনাবাহিনীর প্রাক্তন ভিজিলেন্স অফিসার মহম্মদ ইসরাইল এবং বিশিষ্ট্য সমাজ সেবী সৈয়দ এস এম হক
শহীদ জওয়ানদের প্রতি ভগ্ন হৃদয়ে শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলনে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারাও।

Related posts

রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

E Zero Point

মেমারি ও বর্ধমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীঃ কালো পতাকা বর্ধমানে

E Zero Point

প্রবল বর্ষণে মেমারি তারকেশ্বর ১৩ নম্বর রাজ্য সড়কে ধস

E Zero Point

মতামত দিন