27/04/2024 : 9:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

পথ নিরাপত্তা কর্মসূচী মঙ্গলকোট থানায়

সেখ নিজাম আলম, মঙ্গলকোটঃ লক ডাউন এখনও চললেও যানবাহনের সংখ্যা বেড়েছে অনেক। তাই দূর্ঘটনাও ঘটছে প্রচুর। এই বিপদ রুখতে মঙ্গলকোট থানা থেকে আজ পথ নিরাপত্তা কর্মসূচী নেওয়া হোল। ট্রাফিক আইন মেনে চলাচল করা ও মোটরবাইক আরোহীদের হেলমেট পড়তে জোড় দেওয়া হয়েছে আজকে। যেহেতু এখনও লক ডাউন চলছে,তাই মাস্ক পড়া আবশ্যক বলে মাইকে প্রচার করা হয়েছে। মঙ্গলকোট থানার ওসি মিঠুন বাবু জানান, বাজারে অনেকে এলোপাথাড়িভাবে গাড়ী চালাচ্ছেন। দূর্ঘটনা থেকে রুখতে তাদেরকে আজ সেভ ড্রাইভ সেফ লাইফের মাধ্যমে সতর্ক করা হয়েছে। সিভিক পুলিশ ও থানার অফিসাররা আজ এ বিষয়ে একটা র‍্যালিও করেন। প্রশাসন থেকে এমন উদ্যোগ নেওয়ায়,এলাকার মানুষরা খুশী।

Related posts

হাসপাতালে চিকিৎসা করাতে নিখোঁজ পাঁচ বছরের শিশু

E Zero Point

বসিরহাটের আম্ফান পীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিলি করলেন গাইঘাটার বাম ছাত্র-যুবরা

E Zero Point

পুজোর আগেই চলবে দীঘা ও পুরী ট্রেন

E Zero Point

মতামত দিন