28/03/2024 : 6:36 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আন্দোলনের চাপে ১০০ দিনের কাজ শুরু

আলেক শেখ, কালনা : আন্দোলনের চাপে শেষ পর্যন্ত ১০০ দিনের কাজ গ্রামে শুরু করতে বাধ্য হল গ্রাম পঞ্চায়েত।  ঘটনাটি কালনা-২ নং পঞ্চায়েত সমিতির বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের ময়নাগর গ্রামের। এই গ্রামে দীর্ঘ তিন বছর ধরে   ১০০ দিন প্রকল্পে  কোন কাজ করানো হয়নি বলে অভিযোগ। এ বছর লকডাউন এবং আরফান ঘূর্ণি ঝরে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার কারনে মানুষের হাতে কাজ নেই। এমত অবস্থায় এই গ্রামে ১০০ দিনের প্রকল্পে  কাজ করানোর  আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। অথচ পাশের গ্রাম মাতিস্বরের দুটি বুথে ১০০ দিনের কাজ চালু হয়ে যায় বেশ কিছু দিন আগেই।  এই পরিস্থিতেতে  কৃষক সভার নেতৃত্বে ময়নাগর গ্রামের মহিলারা  কাজের দাবিতে প্রধানকে ঘেরাও করেন। অভিযোগ প্রথম দিকে প্রধান চোখ রাঙিয়ে মহিলাদের সেখান থেকে ভাগিয়ে দেওয়া চেষ্টা করেন  বলে অভিযোগ। কিন্তু অদম্য সাহসিকতার  সাথে চোখরাঙানির মোকাবিলা করে  মহিলারা নিজেদের দাবি আদায় করতে সমর্থ হন।  প্রধান খুব শীঘ্রই  কাজ চালুর প্রতিশ্রুতি দিলে  মহিলারা ঘেরাও তুলে নেন। সেই প্রতিশ্রুতি মতো ময়নাগর গ্রামে ১০০ দিনের কাজ শুরু হয়ে গেছে। দীর্ঘ তিন বছর পর কাজ পেয়ে খুশি গ্রামের গরিব মানুষরা।

Related posts

১২ দফা দাবি নিয়ে পান্ডুয়া বিডিও অফিসে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন

E Zero Point

কচ্ছপ উদ্ধার বর্ধমানে

E Zero Point

সিপিএম কংগ্রেস ও বিজেপি তিন ভাই বাংলার সংস্কৃতি নষ্ট করছেঃ তৃণমূল নেতা অপূর্ব সরকার

E Zero Point

মতামত দিন