26/04/2024 : 3:45 PM
আমার বাংলাকেতুগ্রামদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা প্রতিরোধে সচেতনতা প্রচার কেতুগ্রাম থানার

রাহুল রায়, কেতুগ্ৰামঃ বর্তমান পরিস্থিতিতে দেশে করোনা এক ভয়াবহ আকার ধারন করেছে। প্রতিদিন বহু মানুষ সংক্রামিত হচ্ছে। অনেকে প্রাণ হারাচ্ছে। করোনার দাপটে জনজীবন বিপর্যস্ত সরকার এই মুহূর্তে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে লকডাইন ঘোষনা করলেও সাধারণ মানুষ এখনও সচেতন হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক দূরত্ব পালন করছে না এবং মাস্ক ব্যবহার করছে না। প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার অক্লান্ত পরিশ্রম চলছে।

আজ কেতুগ্রাম থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিক পার্থ সারথী মন্ডলের প্রচেষ্টায় কোমরপুর হাটতলা বাসস্ট্যান্ডে সাধারণ মানুষকে করোনা রোগ সম্পর্কে সচেতন করা হলো। তিনি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ করলেন।

Related posts

মেমারির জামে মসজিদে চুরি

E Zero Point

কালনা-পূর্বস্থলীতে স্বাধীনতা দিবস পালন

E Zero Point

প্রয়াত মেমারির ক্যুইজ মাস্টার সৌমেন বসু

E Zero Point

মতামত দিন