27/04/2024 : 2:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম সাদিয়া বানু

নূর আহামেদ, মেমারি, ১৮ জুলাই:


সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল | বিগত কয়েক বছর ধরে কলকাতাকে টেক্কা দিয়ে জেলার ছাত্র-ছাত্রীরা ধারাবাহিকভাবে ভালো ফল করে চলেছে | মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সেরা হয়েছিল মেমারির অরিত্র পাল | মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতে পূর্ব বর্ধমান জেলার প্রথম হল মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাদিয়া বানু | এবার জোড়া সাফল্য পেলো পূর্ব বর্ধমানের মেমারি |

মেমারির খাঁড়ো গ্রামের হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী সাদিয়া। মাদ্রাসা লাগোয়া তার বাড়ি | ব্যবসায়ী পরিবারের বড় মেয়ে সাদিয়া | সংসার সামলান মা সাহিদা বানু | তাদের বড় মেয়ে সাদিয়া এবার হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৫১ | সাদিয়ার ইচ্ছা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করার পর ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো |
বাবা ব্যবসায়ী হাওয়ায় মেয়ের দেখাশোনার পুরো দায়িত্ব মাকে নিতে হয়েছে | এছাড়া বিভিন্ন বিষয়ের গৃহ শিক্ষকরা সর্বোপরি শিক্ষকদের কথা তার গলাতে বারবার শোনা যায় |
মেয়ের পরীক্ষায় ভালো কল করবে আশাবাদী ছিলেন সাদিয়ার মা-বাবা কিন্তু মেয়ে যে একেবারে জেলার সেরা হবে, ভাবতে পারেননি | স্বভাতই আনন্দে উচ্ছ্বসিত তারা |
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাদিয়াকে শুভেচ্ছা বার্তা জানিয়ে গেছে |

Related posts

রায় পরিবারের জগদ্ধাত্রী পূজা কাটোয়ায়

E Zero Point

জাতীয় চিকিৎসক দিবসে রসুলপুরের ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন

E Zero Point

কালনায় বিশ্বকর্মা পূজো জৌলুসহীনঃ কর্মহীন শ্রমিকের পাশে ইউনিয়ন

E Zero Point

মতামত দিন