24/04/2024 : 3:31 PM
আমার বাংলাকালনাপূর্ব বর্ধমান

কালনায় প্রয়াত বিমল সিংহরায় স্মরণে স্মরণসভা ও রক্তদান শিবির

আলেক শেখ, কালনা, ১৭  জুলাইঃ


প্রতিকৃতিতে মাল্যদান, স্বেচ্ছায় রক্তদান শিবির, স্মরণসভার  মধ্য দিয়ে শুক্রবার  প্রয়াত যুবনেতা বিমল সিংহরায়কে স্মরণ করা হয়।  তাঁর নবম  প্রয়ান দিবসে মেদগাছি বাজারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন- ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের  পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বর্ণেন্দু দাস, সুরভি টুডু,  হালিম শেখ প্রমুখ, ।   সভা পরিচালনা করেন সুভাষ সরকার। বক্তারা বলেন–২০১২ সালে কালনা শহরে আজকের দিনে এক সড়ক দুর্ঘটনায় অকালে চলে যান যুব নেতা বিমল সিংহরায়।   বর্তমান পরিস্থিতিতে তার আত্মত্যাগ,  কমিউনিষ্ট আদর্শের  প্রতি ভালোবাসা,  সাধারণ মানুষের পাশে থাকা খুবই জরুরি হয়ে উঠেছে।  কারন মানুষের  জীবন জীবিকা মহাসঙ্কটে। কাজ নেই, রোজগার নেই, ঘরে খাবার নেই।  কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতাসীন দুই সরকারই পুঁজিবাদের পূজারী |  সাধারণ মানুষের স্বার্থকে  জলাঞ্জলী দিয়ে কর্পোরেট দুনিয়ার কি করে মুনাফা বাড়ে সে দিকেই নজর দিচ্ছে। তাই একটার পর একটা রাষ্ট্রীয় সংস্থা বেসরকারিকরন করা হচ্ছে।  অন্যদিকে সাধারণ মানুষের অধিকার আদায়ে উদ্ভূত ক্ষোভ বিক্ষোভ, আন্দোলন, সংগ্রামকে দুর্বল করতে  বিভাজনের রাজনীতি  করছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই।   তাই এদের না হঠানো পর্যন্ত   দেশে শান্তি ফিরবে না।    সব মানুষকে কেন্দ্র  ও  রাজ্য সরকার বিরোধী আন্দোলনে সামিল করাতেই  হবে। এটাকে চ্যালেঞ্জ  হিসাবে নিতে পারলেই তবেই প্রয়াত যুবনেতাকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।  এই সভার আগে ডি ওয়াই এফ আই-এর কালনা-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে   প্রয়াত বিমল  সিংহরায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রয়াত যুবনেতা পরিবার পরিজন সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ।  স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন ১৫  জন যুবতী  সহ   ৭৩ জন যুবক যুবতী  রক্তদান করে।

Related posts

পঞ্চায়েত নির্বাচন পাখির চোখঃ বিভিন্ন দাবী নিয়ে বামেদের ডেপুটেশন মেমারিতে

E Zero Point

মেমারিতে আলু চাষীদের জিটি রোড অবরোধঃ ক্ষতিপূরণ না পেলে কোল্ডস্টোরেজ বন্ধ করে দেওয়া হবে

E Zero Point

প্রচুর পরিমাণে শব্দবাজি আটক মেমারিতে

E Zero Point

মতামত দিন