25/04/2024 : 7:53 PM
আমার বাংলাকালনাপূর্ব বর্ধমান

কৃষকের ক্রেডিট কার্ড থেকে অর্থ লোপাট কালনায়

আলেক শেখ, কালনা, ২৫ জুলাইঃ


ব্যাংক থেকে ফোন করছি  বলে ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে  এক কৃষকের অর্থ  লোপাট করলো দুঃস্কৃতিরা।  লিয়াকত শেখ নামের  ওই প্রতারিত কৃষক থানায় অভিযোগ লিপিবদ্ধ করেছেন। প্রতারনার ঘটনাটি ঘটেছে কালনা শহরের ভারতীয় ষ্টেট ব্যাংকের শাখায়। কালনা-২ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত অনুখাল গ্রাম পঞ্চায়েতের সাধপুকুর গ্রামের কৃষক লিয়াকত শেখের উল্লেখিত ব্যাংকের শাখায় ক্রেডিট কার্ড রয়েছে।  ব্যাংক থেকে ফোন করছি বলে তাঁর ক্রেডিট কার্ডের তথ্য জেনে নেয় দুঃস্কৃতিরা। শুক্রবার তিনি ব্যাংকে এসে দেখেন তার একাউন্ট থেকে তিনবারে কুড়ি হাজার ৯৮ টাকা  সরানো হয়েছে। ব্যাংক থেকে তাঁকে  পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিলে তিনি কালনা থানায় লিখিত অভিযোগ জানান।

Related posts

বামযুব সংগঠনের উদ্যোগে হিরোশিমা দিবস পালন মেমারিতে

E Zero Point

কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে মেমারিতে প্রতিবাদ সভা

E Zero Point

সাংবাদিক খুনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বর্ধমানে

E Zero Point

মতামত দিন