19/04/2024 : 5:33 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় কৃষকসভার বিক্ষোভ কর্মসূচি

আলেক শেখ, কালনা,  ২৫ জুলাইঃ


সারা ভারত কৃষক সভার কালনা-২ এরিয়া কমিটির উদ্যোগে শনিবার  বিক্ষোভ কর্মসূচির সংগঠিত হয় ।  লগ ডাউনের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব  বজায় রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটপাতা গ্রামে অনুষ্ঠিত  এই কর্মসূচিতে বিভিন্ন বিষয়কে  সামনে আনা  হয়।  করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের  ব্যর্থতা ছাড়াও পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি,  রেল, কয়লা ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হন তারা ।  দাবি করা হয় কৃষির সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে।  ৭৫০০ টাকা মাসে তাদের অনুদান  দিতে হবে। এই কর্মসূচির নেতৃত্ব দেন কৃষক নেতা মোহাম্মদ আলী।

Related posts

জনতার মাঝে বিধায়ক নিশিথ কুমার মালিক

E Zero Point

বাম আমলের পর মেমারির এই রাস্তা আজও ঠিক হয়নি তৃণমূলকর্মীদেরই ভোট বয়কটের ডাক

E Zero Point

মেমারিতে করোনাজয়ী ও যোদ্ধাদের সংবর্ধনা

E Zero Point

মতামত দিন