07/05/2025 : 12:56 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আগামী ঈদ-উল-আযাহ উপলক্ষে জামালপুরে ঈমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক

আহাম্মদ মির্জা, জামালপুর, ২৮ জুলাইঃ


পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসনের উদ্যোগে জামালপুর ব্লকের বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম সাহেব ও মোয়াজ্জেনদের নিয়ে ঈদ-উল-আযাহ উপলক্ষে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জামালপুর সমষ্টি উন্নয়ণ আধিকারিক শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি অরুণ কুমার সোম, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।

বৈঠকে বিডিও শুভঙ্কর মজুমদার জানান যে, আমরা এখন যেহেতু এক বিপদের সম্মুখীনের মধ্যে , আমরা আজ ভালো নেই কিন্তু ধর্মীয় উৎসব যেহেতু মানুষের মধ্যে আশার আলো দেখায় তাই এই সঙ্কটময় পরিস্থিতিতেও আমরা ধর্মীয় উৎসব পালন করব কিন্তু সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে। তাই পবিত্র ঈদ-উল-ফিতরের মতই সামাজিক দূরত্ব মেনে নামাজের আয়োজন করতে বলেন উপস্থিত ইমাম সাহেব ও মোয়াজ্জেনদের।

জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খাঁন জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কোরবানী পালন করার অনুরোধ করেন এবং উৎসবে যেন সরকারী বিধি ভঙ্গ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন।

Related posts

গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার মেমারিতে, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর

E Zero Point

ভ্রমণঃ ঘুরে আসুন মঙ্গলকোটের কোগ্রামে

E Zero Point

কচুরিপানার হস্তশিল্পের প্রশিক্ষণ শিবির

E Zero Point

মতামত দিন