26/04/2024 : 3:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবৈঁচিহুগলি

বৈঁচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

স্টাফ রিপোর্টার, বৈঁচি, ৩০ জুলাইঃ


করোনা মহামারীর প্রকোপে দফায় দফায় লকডাউন চলছে। গতকাল আমাদের রাজ্যে তৃতীয় দিনের সম্পূর্ণ লকডাউন হয়ে গেল।এত কিছুর মধ্যেও থেমে নেই জীবন। লকডাউন এর মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। সরকারিভাবে বিভিন্ন জায়গায় কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়া চলছে।
সেই মতই আজ, বৃহস্পতিবার হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈঁচি চক্রের অন্তর্গত বিদ্যালয়সমূহের কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সঞ্জীব ঘোষ, বৈঁচি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অভিক মন্ডল সহ বহু শিক্ষা প্রেমী মানুষজন।

শিক্ষক নেতা মাননীয় সঞ্জীব ঘোষ মহাশয় জানান ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আশা রাখবো করোণা প্রকোপ কমে গেলেই দেশ দুনিয়া আবার তার পুরনো ছন্দে ফিরবে। আজকের এই কৃতিরাই হবে আগামী দিনের দেশের সঞ্চালন শক্তি। তাই এই মহামারী পরিস্থিতিতেও তাদের উৎসাহ দিতে সরকারি নিয়ম নীতি মেনে যথা সম্ভব ক্ষুদ্র ভাবে এই উৎসাহদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

Related posts

সরকারী প্রকল্পের প্রচারাভিযান পূর্বস্থলীতে

E Zero Point

গোবরডাঙ্গা ও হাবরা গ্রামীণ এলাকায় বনধে ব্যাপক সাড়া

E Zero Point

আমগাছে একইসাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবক -যুবতীর দেহ, চাঞ্চল্য এলাকায়

E Zero Point

মতামত দিন