জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১২ নভেম্বর ২০২৪ :
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রূপে দায়িত্বভার গ্রহণ করলেন অভিজিৎ সাহা। এদিনের অনুষ্ঠানে অভিজিৎ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন , গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক, সমাজসেবী রাকিব আহমেদ চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলাল সিং, সহকারী শিক্ষক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেখলীগঞ্জ মহকুমার কনভেনর মনকিশোর শীল , সহকারী শিক্ষক সম্রাট ঘোষ, পি. আই. ই মেম্বার কৃষ্ণ সূত্রধর , তনিমা খাতুন সহ প্রমুখ ব্যক্তিবর্গ গণ।
চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে অভিজিৎ সাহার যোগদানের খবরে স্বভাবতই খুশি এলাকাবাসী ও শিক্ষা অনুরাগীগণ। এদিন সভাপতি র দায়িত্বভার গ্রহণের পর অভিজিৎ সাহা বিদ্যালয়ের মিড ডে মিল সেকশন পরিদর্শন করেন , বিদ্যালয়ের বোর্ডিং মাঠ পরিদর্শন করে বোর্ডিং মাঠের সমস্যা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেন ।
তিনি জানান বিদ্যালয়ের প্রবেশ পথে বিদ্যালয় চলাকালীন বহিরাগতদের জমায়েত ও বিদ্যালয়ের মেয়েদের নানা ভাবে উত্যক্ত করা অতি শীঘ্রই বন্ধ করতে হবে । দরকার পড়লে করা পদক্ষেপ গ্রহণ করব । বিদ্যালয় চত্বরে অবৈধ পার্কিং বন্ধ করার বিষয়ে তিনি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান । তিনি বলেন বিদ্যালয়ের হৃতগৌরব কে ফিরিয়ে আনতে আমি দৃড়প্রতিজ্ঞ । শিক্ষপ্রতিষ্ঠানের যে কোনো সমস্যায় সকল কে পাশে নিয়ে আমি সভাপতি রূপে এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে সর্বোপরি এলাকার একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটাতে চাই।