06/05/2025 : 5:48 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির নতুন সভাপতি

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১২ নভেম্বর ২০২৪ :


মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রূপে দায়িত্বভার গ্রহণ করলেন অভিজিৎ সাহা। এদিনের অনুষ্ঠানে অভিজিৎ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন , গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক, সমাজসেবী রাকিব আহমেদ চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলাল সিং, সহকারী শিক্ষক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেখলীগঞ্জ মহকুমার কনভেনর মনকিশোর শীল , সহকারী শিক্ষক সম্রাট ঘোষ, পি. আই. ই মেম্বার কৃষ্ণ সূত্রধর , তনিমা খাতুন সহ প্রমুখ ব্যক্তিবর্গ গণ।

চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে অভিজিৎ সাহার যোগদানের খবরে স্বভাবতই খুশি এলাকাবাসী ও শিক্ষা অনুরাগীগণ। এদিন সভাপতি র দায়িত্বভার গ্রহণের পর অভিজিৎ সাহা বিদ্যালয়ের মিড ডে মিল সেকশন পরিদর্শন করেন , বিদ্যালয়ের বোর্ডিং মাঠ পরিদর্শন করে বোর্ডিং মাঠের সমস্যা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেন ।

তিনি জানান বিদ্যালয়ের প্রবেশ পথে বিদ্যালয় চলাকালীন বহিরাগতদের জমায়েত ও বিদ্যালয়ের মেয়েদের নানা ভাবে উত্যক্ত করা অতি শীঘ্রই বন্ধ করতে হবে । দরকার পড়লে করা পদক্ষেপ গ্রহণ করব । বিদ্যালয় চত্বরে অবৈধ পার্কিং বন্ধ করার বিষয়ে তিনি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান । তিনি বলেন বিদ্যালয়ের হৃতগৌরব কে ফিরিয়ে আনতে আমি দৃড়প্রতিজ্ঞ । শিক্ষপ্রতিষ্ঠানের যে কোনো সমস্যায় সকল কে পাশে নিয়ে আমি সভাপতি রূপে এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে সর্বোপরি এলাকার একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটাতে চাই।

Related posts

শিক্ষানিকেতন গ্রামে যাওয়ার রাস্তার হাল বেহাল

E Zero Point

বর্ধমানে উদ্ধার হলো দুটি তাজা বোমা

E Zero Point

পল্লিমঙ্গল সমিতির ৭৯তম বর্ষের খুঁটি পূজা

E Zero Point

মতামত দিন