29/03/2024 : 4:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবীরভূম

বোলপুরে ট্রেন থেকে অজয় নদীতে পড়ে রেলের গার্ডের রহস্যজনক মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বোলপুর, ৪ অগাষ্ট, ২০২০:


রবিবাসরীয় সকালে বোলপুরে ট্রেন থেকে অজয় নদীতে পড়ে এক গার্ডের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতো রেল কর্মীদের নিয়ে রামপুরহাট থেকে বর্ধমান যাচ্ছিল ট্রেনটি। বোলপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় গার্ড দেবী প্রসাদ গাঙ্গুলি সবুজ সংকেতও জানিয়ে ছিলেন। ভেদিয়া স্টেশন মাষ্টার পায়নি গার্ডের সবুজ সংকেত। চালকও ওয়াকিটকিতে পায়নি গার্ডকে। ভেদিয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেন দাঁড় করিয়ে চালক গার্ডের কেবিনে গিয়ে দেখেন গার্ড নেই। গার্ডকে খুঁজতে ট্রেন আবার বোলপুরের দিকে ফিরে আসতে শুরু করে। অজয় ব্রিজের কাছে ট্রেন আসতেই ড্রাইভারের নজর পড়ে গার্ড পড়ে রয়েছে অজয়ের জলে। মুখ থুবড়ে পড়ে থাকলেও পোশাক দেখে চিনতে অসুবিধা হয়নি। খবর দেওয়া হয় বোলপুর স্টেশন ম্যানেজারকে। পরে পুলিশ ও দমকল এসে উদ্ধার করে অজয় নদীর হাঁটুজলে পড়ে থাকা গার্ডের মৃতদেহ। তদন্ত শুরু হয়েছে। হঠাৎ কি ভাবে গার্ড পড়ে গেলেন অজয় নদীতে।

Related posts

কলকাতার চায়না টাউন ও শিলিগুড়ি হংকং মার্কেট এর নাম পরিবর্তনের পক্ষে, সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি

E Zero Point

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা গোঘাটে

E Zero Point

পাঠ্যপুস্তকে বর্ণবিদ্বেষী শিক্ষা, সাসপেন্ড করা হল বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের দুই শিক্ষিকা

E Zero Point

মতামত দিন