26/04/2024 : 7:53 AM
আমার বাংলাউত্তর দিনাজপুরউত্তর বঙ্গ

অন্নদাতারই অন্নসংস্থানের অভাব- উত্তর দিনাজপুরে ক্ষতির মুখে চাষীরা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, উত্তর দিনাজপুর, ৪ অগাষ্ট, ২০২০:


উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এ লাগাতার বৃষ্টিতে ভুট্টা চাষে লক্ষ লক্ষ টাকা ক্ষতি। কারোর ফসল ভেসে গেছে জলে, আবার কারোর ফসল শুকোতেই পারছেন না। টানা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এরপরও কোনও ক্রমে এই প্রাকৃতিক বিপর্যয় ও সংকটের মুহূর্তে কোনও কোনও ভুট্টা চাষী ওই ফসল বিক্রি করতে গেলেও তা বিক্রি হচ্ছে না। এমনকি বীজ কেনার দামও উঠেছে না। এর জেরে চরম সমস্যায় কয়েক শতাধিক ভুট্টা চাষী। ইসলামপুরের তেলিভিটা এলাকার ভুট্টা চাষী রাইসার আলম বলেন, পাঁচ’শ থেকে ছয়’শ টাকা কুইন্টাল দাম উঠেছে। আবার কেউবা নিচ্ছেন না। যা দাম পাওয়া যাচ্ছে তাতে বীজের দামই উঠছে না।

Related posts

সরকারের উদ্যোগে ন্যায‍্য মূল্য ধান কেনা শুরু

E Zero Point

প্রয়াত বামনেতাদের স্মরণসভা মেমারিতে

E Zero Point

অশান্তির জেরে গৃহবধূকে কাটারি দিয়ে আঘাত

E Zero Point

মতামত দিন