24/04/2024 : 9:52 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জিআরও দপ্তর স্থানান্তরের দাবি আইনজীবীদের 

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১৪ অগাস্ট ২০২০:


মামলার গুরুত্বপূর্ণ নথি  নষ্ট বা   উধাও হওয়ার আশঙ্কায় কালনা  জিআরও  দপ্তর স্থানান্তরের দাবি তুললেন আইনজীবীরা।  শুক্রবার কালনা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা বিচারপতির নিকট লিখিত দাবি করা হয়।   তার কপি দেওয়া হয় মুখ্যমন্ত্রী সহ  বিভিন্ন সরকারি দপ্তরে।  দিনের পর দিন  কালনা জিআরও  দপ্তরের ছাদের চাঙর ভেঙে পড়ায় কাজ করার পরিবেশতো নষ্ট হয়েছেই,  পাশাপাশি বহু মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট  বা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  অপরদিকে বারবার ছাদ  ও দেওয়ালের চাঙর ভেঙে পড়ায় দপ্তরের কর্মী, অফিসার ও আইনজীবিদের আতঙ্ক বেড়েছে।  গত ১৩ জুলাই সর্বপ্রথম   এই দপ্তরের  ছাদের চাঙর ভেঙে পড়ে এক ভলান্টিয়ার ও এক মহিলা পুলিস কর্মী জখম হন। দিন কয়েক পরে আবার  চাঙর ভেঙে পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারপর থেকে দপ্তরের   কাজ চলছে কোর্ট লক-আপের বারান্দায়।  বৃহস্পতিবার আবার এই দপ্তরের ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটে।  জীবন হানির আশঙ্কায় শুক্রবার এই দফতরের কর্মীরা কাজ বন্ধ করে দেন।  অন্যদিকে দপ্তর দ্রুত স্থানান্তরের দাবি তুলে কালনা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে দাবি পত্র পাঠানো হয়। বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির অন্যতম সদস্য পার্থ সারথি কর জানান– ওই ধ্বংসপ্রাপ্ত দপ্তর এর মধ্যে কর্মচারী অফিসার আইনজীবী কেউই নিরাপদ নন। এমনকি ওখানে রাখা  গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত নয়। তাই আমরা দপ্তর দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছে।

ছবি ক্যাপশন– জি আর ও দপ্তরের ছাদ ভেঙে পড়ে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ মামলার নথির ছবি
!! আলেক শেখ,  কালনা !!

Related posts

মুর্শিদাবাদ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

E Zero Point

বাঙালি পাতের অত্যাবশ্যকীয় আলু বহুমূল্য

E Zero Point

বর্ধমানে কে.বি.এস. কিং ৭০০ মাস্ক প্রদান করলেন পরিযায়ী শ্রমিকদের জন্য

E Zero Point

মতামত দিন