25/04/2024 : 4:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

গঙ্গার তীর ভাঙনে তলিয়ে গেল সামসেরগঞ্জের অনেকের ভিটেমাটি

জিরো পয়েন্ট নিউজ – মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, ২১ অগাষ্ট, ২০২০:


বর্ষা কন্যার আগমনে গঙ্গা যৌবন ফিরে পেয়েছে। উথলে পড়ছে তার ঢেউ, নিয়মিত হুঙ্কার দিচ্ছে। তীরবর্তী অধিবাসীরা বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অধিবাসীরা দিন গুনছে পাড় ভাঙার আতঙ্কে। এটি দীর্ঘদিনের সমস্যা । বর্ষা আসলেই এই এলাকার মানুষজনকে দুঃখ স্বপ্ন গ্রাস করে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বর্ষার মরসুমে গঙ্গার ভাঙ্গন অব্যাহত রয়েছে।

গত কয়েকদিন ধরে সামসেরগঞ্জের ধানঘড়ার নদীর তীরবর্তী এলাকা ভাঙতে শুরু করেছে। রাত থেকে শুরু করে আজ, শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক হারে ভাঙন দেখা গেল। কয়েকটি ইতিমধ্যে বাগান নদীতে তলিয়ে গেছে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, সকলের চোখে- মুখে আতঙ্কের ছাপ। নদী তীরবর্তী ওই গ্রামের বাসিন্দারা বাড়িঘর খালি করে ভাঙতে শুরু করেছে। এলাকাবাসী এক ভয়ংকর আতঙ্কে প্রহর গুনছে। এলাকাবাসী কোথায় যাবে, কোথায় ঠায় পাবে, কবে আবার বাড়িঘর করতে পারবে তা ভেবে চিন্তার ভাঁজ পড়েছে ওই গ্রামের অসহায় মানুষজনের কপালে। পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন ভিড় জমিয়েছে এলাকাবাসীদের দুঃখ দুর্দশার কথা শুনতে। প্রশাসন এসে ঝুঁকিপূর্ণ বাড়ি ঘর খালি করতে নির্দেশ দিয়েছে এবং ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Related posts

মেমারিতে এস.এফ.আই.-এর পথ অবরোধ

E Zero Point

লক্ষীপুজোয় মাথায় হাত গৃহস্থের

E Zero Point

উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর সাংগঠনিক সভা বর্ধমানে

E Zero Point

মতামত দিন