29/03/2024 : 2:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার গণপতি সেবা সমিতি সংঘের উদ্যোগে গণেশ পুজোকে সামনে রেখে মাস্ক বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২২ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের গণপতি সেবা সমিতি সংঘের গনেশ পূজা তৃতীয় বছরে পা দিল। প্রতিবছর গণেশ পূজাকে সামনে রেখে এই ক্লাব নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস এর জন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারিনি এ বছর। ক্লাবের সদস্যরা জানিয়েছেন প্রকৃতিকে রক্ষা করতে গণেশ পুজোর আয়োজন করেছি আমরা।
আজ ফিতে কাটার মাধ্যমে গণেশ পূজার শুভ সূচনা করেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত আমার ভারত প্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, প্রাক্তন আধিকারিক জয়ন্ত কুমার ধারা, ভাতার ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক হাজরা, বিশিষ্ট চিকিৎসক গৌতম চ্যাটার্জি।

ফিতা কাটার পর প্রায় পথচলতি ৫০০ জন ব্যক্তি কে মাস্ক বিতরণ করেন ।

প্রাক্তন বন আধিকারিক জয়ন্ত কুমার ধারা জানান,আমি এই গণেশ পূজার শুভ সূচনাই আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি । বর্তমানে করোনা পরিস্থিতিতে এই ক্লাব মাস্ক বিতরণ করছে সেই জন্য এই ক্লাবকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ভাতার বাজার ব্যবসায়ী সমিতির যে ভাটা পড়েছে তাতে করে এই গণপতি বাবার আগমন কে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। গণপতি বাবার কাছে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক।

Related posts

চুঁচুড়ায় পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ

E Zero Point

চোলাই মদ কারবারিকে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ

E Zero Point

সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকান খোলা, রাস্তায় জমায়েত

E Zero Point

মতামত দিন