02/05/2024 : 7:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নিম্নচাপের জন্য পূর্বস্থলীতে নতুন করে ফের ভাঙন, আতঙ্কিত গ্রামবাসীরা

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, পূর্বস্থলী, ২৮ অগাষ্ট ২০২০:


নিম্নচাপের বৃষ্টির পর ফের নতুন করে ভাঙন শুরু পূর্বস্থলীর দু নম্বর ব্লকের ঝাউডাঙা গ্রামে। নতুন করে ফের ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। গত দুদিন নিম্নচাপের বৃষ্টির পর গতকাল রাতের পর থেকে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে ওই এলাকায়, ঝাউডাঙা পঞ্চায়েতের দক্ষিণ ঝাউডাঙা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে, গতকাল রাতের পর থেকে প্রায় পাঁচশো ফুট ইতিমধ্যেই ভাঙনের গ্রাসে চলে গেছে, ইতিমধ্যেই স্থানীয় বাঁশ বাগান ও চাষযোগ্য জমি গতকাল ভাঙনের পর থেকে বেশ কিছুটা জলের নিচে চলে গেছে, স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ না করলে এর আগের বারের মতো গ্রামের বেশ কিছু পাড়া চলে যাবে নদী গভে, কয়েক বছর আগে ঝাউডাঙা এলাকার দক্ষিণপাড়া ও নন্দীপাড়ার বেশ কিছুটা অংশ পুরো জলের তলায় চলে গেছে, ভাগীরথীর ভাঙনে দুই হাজার চার সালে ভাঙনের রোধের জন্য কিছুটা কাজ হওয়ার কারণে, কিছু দিন ভাঙন রোধ হয়েছিল. তার পর থেকে আর সে ভাবে ভাঙন রোধের কোনও কাজ না হওয়ায়, পুনরায় ভাঙন শুরু হয়েছে ওই এলাকায়। একে করোনার মতন মহামারীর প্রকোপ তার ওপর ভাঙনে এই দুইয়ের চাপে জেরবার পূর্বস্থলী নম্বর ব্লকের ঝাউডাঙা বাসিন্দারা।

Related posts

ভাতার বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা

E Zero Point

৪ বছরের অপেক্ষার অবসানঃ মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির রাজকীয় প্রবেশ পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে

E Zero Point

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত, বিজেপি কর্মী গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন