28/03/2024 : 1:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আগামীর শপথ – প্রজেক্ট “ছায়ানীড়”

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৪ জুলাই ২০২১:


একটি গাছ, একটি প্রাণ- রাজ্যে শুরু হয়েছে বনমহোৎসব। প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিই রক্ষক আর সেই লক্ষ্যে মেমারি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল বিগত বছরের মতো এবছরও শুরু করেছে প্রজেক্ট “ছায়ানীড়”।

প্রজেক্ট “ছায়ানীড়” এর মধ্য দিয়ে, এই বর্ষা ঋতুতে ৪০০০ বৃক্ষরোপনের কর্মসূচী গ্রহণ করেছে টিম আঁচল। মঙ্গলবার মেমারির সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ও প্রধানত মেমারির সমেশপুর এলাকায় ৩০ টি বৃক্ষ জাতীয় গাছ রোপন করে সেই কর্মসূচীর সূচনা করা হলো।
টিম আঁচলের পক্ষ থেকে মেমারিবাসীর জন্য জানানো হয়েছে যে, শহরবাসী তার আসপাশ অঞ্চলে বা নিজের জায়গায় গাছ লাগাতে চাইলে আমাদের জানান আমরা অর্থাৎ টিম আঁচল আপনাদের জায়গায় দায়িত্ব নিয়ে গাছ বসিয়ে আসবে শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে।

Related posts

অনাথ ও বৃদ্ধাশ্রমে শিশু দিবস পালন পূর্বস্থলীতে

E Zero Point

মেমারিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা

E Zero Point

হলদিবাড়িতে বর্ষবরণ অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন