09/12/2023 : 1:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ডিভিসিতে তলিয়ে মৃত্যুঃ দুই বন্ধু গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ, মেমারি, ৪ সেপ্টেম্বর ২০২১:


বৃহস্পতিবার মেমারি থানার অন্তর্গত মেমারির নুদিপুর লক গেটের কাছে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ডিভিসির জলে তলিয়ে মৃত্যু হয় সৌরভ অধিকারীর। পরিবারের লোকের দাবি তাদের ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে । শুক্রবারই মেমারি থানা সৌরভের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছিলো।

আরও পড়ুন –মেমারিতে পিকনিক করতে এসে ডিভিসিতে তলিয়ে মৃত্যু যুবকের

সৌরভ অধিকারীর বাবা সুজয় অধিকারী ছেলের চার বন্ধু আমাদপুর নিবাসী চিরঞ্জিত সি ও মুন্না হাতি, চাপ পুকুর পাড় নিবাসী সিরপা মিত্র ও আবীর মোহন্তর নামে লিখিত অভিযোগ করেন।  মেমারি থানার পুলিশ তাদের মধ্যে রণজিৎ হাতি (মুন্না ) ও আবীর মহন্ত (অর্ক) কে আজ গ্রেপ্তার করে বিচার বিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পাঠিয়েছে।



Related posts

ভাতারে করোনা যুদ্ধে জয়লাভ করলো দুই বছরের শিশু

E Zero Point

কান্দি ব্লকে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের উদ্বোধন

E Zero Point

মেমারি দু’নম্বর ব্লকে বিজয়া সম্মেলনী

E Zero Point

মতামত দিন