25/04/2024 : 2:51 PM
ট্রেন্ডিং নিউজ

বৃষ্টিহীন গ্রাম – যেখানে মেঘ জমলেও বৃষ্টি হয় না

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২ সেপ্টেম্বর, ২০২০:


পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে মেঘ জমলেও বৃষ্টি হয় না। কোনও মরুভূমি না, এটা একটা গ্রাম। পশ্চিম-মধ্য এশিয়ার ইয়েমেনের এই গ্রামে দশকের পর দশক বৃষ্টি ছাড়াই জীবন পার করছেন গ্রামবাসীরা।

গ্রামটি ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত। গ্রামটির নাম আল-হুতেইব। ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় লাল বালিপাথরের পাহাড়ের মাথায় গ্রামটি। জনসংখ্যা খুব একটা বেশি নয়।

পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে মেঘ জমলেও বৃষ্টি হয় না। কোনও মরুভূমি না, এটা একটা গ্রাম। পশ্চিম-মধ্য এশিয়ার ইয়েমেনের এই গ্রামে দশকের পর দশক বৃষ্টি ছাড়াই জীবন পার করছেন গ্রামবাসীরা।

গ্রামটি ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত। গ্রামটির নাম আল-হুতেইব। ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় লাল বালিপাথরের পাহাড়ের মাথায় গ্রামটি। জনসংখ্যা খুব একটা বেশি নয়।

পাহাড়ের কোলে পাথর কেটে কেটে বাড়িগুলি যে ভাবে তৈরি করা হয়েছে, তা নৈসর্গিক। প্রাচীনের সঙ্গে আধুনিকতার মিশেল গ্রামটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে আল-বোহরা জনজাতির লোক বাস করেন।

ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচুঁতে হওয়ায় এখানকার আবহাওয়া রুক্ষ প্রকৃতির। গ্রামটি যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতায় মেঘ জমে না। মেঘ তার নীচের স্তরে জমে। ফলে এই গ্রামে বৃষ্টি হয় না। এটাই আল-হুতেইব এর বিশেষ বৈশিষ্ট।

Related posts

তিন দফায় ভোট বিহারে

E Zero Point

এক নজরে ৩৭ তম জাতীয় গেমস

E Zero Point

ম্যাডাম শুনে রাখুন “আমরা গর্বিত, আমরা সংবাদকর্মীরা দুপয়সার সাংবাদিক”

E Zero Point

মতামত দিন